Rohit Sharma: মুম্বইয়ের হয়ে খেলবেন রোহিত শর্মা, জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে নামবেন রঞ্জি ট্রফিতে
Ranji Trophy: রোহিতের দাবি আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর সময় বার করাটা মুশকিল হয়, তবে রঞ্জি ট্রফিকে কোনও ক্রিকেটারই হেলাফেলা করছেন না।

নয়াদিল্লি: মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) মাঠে নামতে চলেছেন রোহিত শর্মা (Rohit Sharma)। মুম্বই দলের হয়ে নিজের খেলার কথা নিশ্চিত করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক। ২৩ জানুয়ারি জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নামবেন তিনি।
বর্ডার-গাওস্কর ট্রফিতে ব্যর্থতার মাঝেই ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে দলের ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে খেলার পরামর্শ দিতে শোনা গিয়েছিল। তারপর থেকেই অনেকেই রঞ্জি ট্রফিতে খেলতে নামবেন বলে শোনা যাচ্ছে। অধিনায়ক রোহিত শর্মা এর আগে মুম্বইয়ের রঞ্জি অনুশীলনে উপস্থিত ছিলেন। সেখানে নিজের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারেন বটে। তবে ম্যাচে তাঁর খেলা নিশ্চিত ছিল না। কিন্তু তিনি নিজেই আজকে মুম্বইয়ের হয়ে রঞ্জি খেলার কথা নিশ্চিক করে দেন।
অনেকদিন ধরেই জল্পনা-কল্পনার পর আজই চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ়ের জন্য ভারতীয় দলের ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াড ঘোষণার সাংবাদিক সম্মেলনেই রোহিত মুম্বইয়ের হয়ে খেলার কথা জানান। আন্তর্জাতিক ক্রিকেটারদের ঠাসা আন্তর্জাতিক সূচি ও ঘরোয়া ক্রিকেটের মধ্যে ভারসাম্য তৈরি করার প্রয়োজনীয়তার কথা জানান রোহিত। তারপরেই ভারতীয় অধিনায়ক নিজের রঞ্জিতে খেলার কথা নিশ্চিত করেন।
রোহিতকে ম্যাচ খেলার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'হ্যাঁ, ওই ম্যাচের জন্য আমি উপলব্ধ। বিগত ছয়, সাত মাসে যদি আমাদের ক্যালেন্ডার দেখা হয়, তাহলে দেখা যাবে আমরা ৪৫ দিনও নিজেদের বাড়িতে থাকিনি। আইপিএল শেষের পর খানিকটা বিরতি পাওয়া যায় যেখানে বাকি সব বন্ধ থাকে। তবে সেটা খুবই কম হয়।'
পাশাপাশি রোহিত দাবি করেন যে কোনও ক্রিকেটারই রঞ্জি ট্রফিকে হেলাফেলা করছেন না। 'আমাদের ঘরোয়া ক্রিকেট মরশুম অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত চলে। যেসব খেলোয়াড়রা সব ফর্ম্যাট খেলেন না, তাঁরা আরও বেশি ম্যাচ খেলতে পারেন। তবে আমার মতো একজন, আমি তো ২০১৯ সাল থেকে নিয়মিত টেস্ট খেলছি, আমার জন্য সময় বের করাটা খুব কঠিন। নিরন্তর আন্তর্জাতিক ক্রিকেট খেললে মাথা হাল্কা করার জন্যও তো খানিকটা সময় লাগে। তবে কেউ (রঞ্জি ট্রফিকে) হেলাফেলা করছে না।' মত তাঁর। শুধু রোহিত নন, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থদেরও কিন্তু এবার রঞ্জিতে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
আরও পড়ুন: বিজয় হাজারেতে ৭ ম্যাচে ৭৫২ রান, তাও জাতীয় দলে কেন ব্রাত্য করুণ নায়ার, জানালেন অজিত আগরকর




















