IND vs AUS: ভারতীয় 'এ' দলে রুতুরাজ, বাংলার অভিমন্যু, অস্ট্রেলিয়া সফরে দলে ফিরতে পারেন ঈশান
Border Gavaskar Trophy: বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে চলেছে আগামী ২২ নভেম্বর থেকে। সূত্রের খবর, রোহিত শর্মা প্রথম দুটো টেস্টের যে কোনও একটি টেস্টে খেলবেন না।
মুম্বই: চলতি মাসের শেষের দিকে ভারতীয় 'এ' (India A) দল মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া 'এ' দলের বিরুদ্ধে। চারদিনের দুটো প্রস্তুতি ম্য়াচ খেলতে চলেছে দুই দল। সেই ২ ম্য়াচের সিরিজে ভারতীয় 'এ' দলের অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে রুতুরাজ গায়কোয়াডকে (Ruturaj Gaikwad)। স্কোয়াড ঘোষণা হয়ে গেলেও অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। সেই দলে টপ অর্ডারে দেখা যাবে রুতুরাজ ছাড়াও আরও দুই ব্যাটারকে। তাঁরা হলেন অভিমন্যু ঈশ্বরণ ও সাই সুদর্শন। বর্ডার-গাওস্কর ট্রফির আগে এই তিন ব্যাটারকে দেখে নিতে চাইছে টিম ম্য়ানেজমেন্টে ও নির্বাচকরা।
বর্ডার-গাওস্কর ট্রফি শুরু হতে চলেছে আগামী ২২ নভেম্বর থেকে। সূত্রের খবর, রোহিত শর্মা প্রথম দুটো টেস্টের যে কোনও একটি টেস্টে খেলবেন না। কারণ হিসেবে রোহিত জানিয়েছেন ব্যক্তিগত কারণে হিটম্য়ান খেলবেন না। আর সেই জন্যই রিজার্ভ ওপেনার হিসেবে দলের সঙ্গে কাকে নেওয়া হবে, তার সিদ্ধান্ত নেওয়া হতে পারে ভারত 'এ' বনাম অস্ট্রেলিয়া 'এ' ম্য়াচের পর। তালিকায় অনেকটাই এগিয়ে আছেন বাংলার তারকা ব্যাটার অভিন্যু ঈশ্বরণ। দলীপ ট্রফিতে দুটো শতরান হাঁকিয়েছিলেন তিনি। এরপর ইরানি ট্রফির ম্য়াচেও শতরান হাঁকান। ভারতের এ দলের স্কোয়াড মিডল অর্ডারে দেখা যাবে দেবদত্ত পড়িক্কল, রিকি ভুঁই ও বাবা ঈন্দ্রজিৎ। তবে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার।
বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ গিয়েছিলেন। এরপর প্রথমবার হয়ত ভারতীয় স্কোয়াডে ফিরতে চলেছেন ঈশান কিষাণ। অস্ট্রেলিয়া সফরে দেখা যেতে পারে রাঁচির বাঁহাতি উইকেট কিপার ব্যাটারকে। তবে ভারতীয় 'এ' দলের জার্সিতে দেখা যাবে ঈশানকে। অভিষেক পোড়েলের সঙ্গে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে ভারতীয় 'এ' দলের সঙ্গে দেখা যাবে ঈশানকে।
এদিকে, ভারতীয় দলের সবচেয়ে তারকা বোলার জসপ্রীত বুমরার বিরুদ্ধে নামার আগে গেমপ্ল্য়ান কষা শুরু করে দিয়েছে অজি শিবির। অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, "আমি বুমরার খুব বড় ভক্ত। আমি মনে করি, ও একজন চমৎকার বোলার। আশা করি, আমরা যদি ওকে চুপ করাতে পারে, তাহলে সিরিজ জয়ের সম্ভাবনার দিকে অনেকটা এগিয়ে যাওয়া যাবে। তার সঙ্গে আরও অন্যান্যরা রয়েছে। যারা অবশ্য অস্ট্রেলিয়ায় খুব একটা খেলেনি। ওদের খুব একটা দেখা হয়নি। দেখা যাক, কেমন হয়।"
রোহিত শর্মা নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে হালফিলে দু'টি আইসিসি ফাইনালে হারিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপে। এ প্রসঙ্গ কামিন্স বলেন, "শেষ দুই সিরিজ অনেক আগে হয়েছে। আমরা তা ভুলে গেছি।"