Sarfaraz Khan: অভিষেক ম্যাচে দুই ইনিংসে দুই চোখধাঁধানো অর্ধশতরানে বিশেষ তালিকায় সামিল সরফরাজ খান
IND vs ENG 3rd Test: রাজকোটে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬২ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সরফরাজ খান।
![Sarfaraz Khan: অভিষেক ম্যাচে দুই ইনিংসে দুই চোখধাঁধানো অর্ধশতরানে বিশেষ তালিকায় সামিল সরফরাজ খান Sarfaraz Khan superb debut with twin half centuries help him enter special list Sarfaraz Khan: অভিষেক ম্যাচে দুই ইনিংসে দুই চোখধাঁধানো অর্ধশতরানে বিশেষ তালিকায় সামিল সরফরাজ খান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/18/50ccc5ee684ce99de0cdf86057a9ff621708266856944507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রাজকোট: ঘরোয়া ক্রিকেটে ঝুরি ঝুরি রান। তাও যেন কিছুতেই অপেক্ষার অবসান হচ্ছিল না। অবশেষে রাজকোটে সেই অপেক্ষার শেষ হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে (IND vs ENG 3rd Test) প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামেন সরফরাজ খান (Sarfraz Khan)। আর প্রথম সুযোগেই দুরন্ত পারফরম্যান্স। অভিষেক টেস্টের দুই ইনিংসে অর্ধশতরান হাঁকিয়ে ডান হাতি ব্যাটার নিজের দক্ষতার পরিচয় দিলেন। পাশাপাশি সামিল হলেন বিশেষ তালিকায়। যে তালিকায় আবার মুম্বইয়েরই আরও দুই তারকা ক্রিকেটার রয়েছেন।
সরফরাজ খান প্রথম ইনিংসে ৬২ রানে রান আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৮ রান করেন। তিনি মাত্র চতুর্থ ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টেস্ট অভিষেকে দুই ইনিংসেই অর্ধশতরান হাঁকালেন। ইংল্যান্ডের বিরুদ্ধেই ১৯৩৪ সালে কলকাতায় দিলাওয়ার হুসেন প্রথম ভারতীয় হিসাবে অভিষেক টেস্টের উভয় ইনিংসে অর্ধশতরান করেছিলেন। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৯৬৭ সালে সুনীল গাওস্কর এবং ২০২১ সালে শ্রেয়স আইয়ার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে অভিষেক টেস্টের দুই ইনিংসেই অর্ধশতরানের গণ্ডি পার করেছিলেন।
দ্বিতীয় ইনিংসে তাঁর ও যশস্বীর ১৭২ রানের পার্টনারশিপই ভারতকে ইংল্যান্ডের জন্য বিরাট বড় রানের টার্গেট দিতে সাহায্য করে। ম্যাচেই এক অবাক কাণ্ডের সাক্ষী থাকে গোটা ক্রিকেটবিশ্ব। ক্যাপ্টেনের নির্দেশই এল না। অথচ নিজেরা মাঠ ছাড়তে শুরু করলেন ভারতের দুই ব্য়াটার। সেখানে দেখা যাচ্ছে যে মাঠ ছাড়ছেন জয়সওয়াল ও সরফরাজ। এই দৃশ্য দেখে অবাক হয়ে যান রোহিত নিজেই। তিনি তো বলেননি মাঠ ছাড়তে। এমনকী ডিক্লেয়ারও ঘোষণা করেননি।
সঙ্গে সঙ্গে ড্রেসিংরুম থেকেই ইশারায় পুনরায় দুই তরুণ ভারতীয় ব্যাটারকে ক্রিজে ফিরে যেতে বলেন ভারত অধিনায়ক। রোহিতের ইশারা ও তাঁর বলার অঙ্গভঙ্গি দেখে কমেন্ট্রি বক্সে থাকা ধারাভাষ্যকাররাও নিজেদের হাসি চেপে রাখতে পারেননি। ইংল্যান্ডের ক্রিকেটাররাও ভেবেছিলেন যে রোহিত বোধহয় ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আসলেই রোহিত শর্মা তখনও ভারতের ইনিংস ডিক্লেয়ার ঘোষণা করেননি। যদিও তার ১ ওভার পরেই ভারত অধিনায়ক ইনিংস ডিক্লেয়ার করে দেন। চতুর্থ দিনেই ৪৩৪ রানের রেকর্ড ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রাজকোটে যশস্বীর যশে ছারখার ইংল্যান্ড, ভাঙল বিশ্বরেকর্ডও
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)