Shaheen Afridi: ২২ গজে ভারত-পাকিস্তান 'লড়াই' নেই আর? সূর্যকুমারের মন্তব্যের পাল্টা কী বললেন আফ্রিদি
India-Pakist Asia Cup 2025: ভারত-পাকিস্তান ম্য়াচে ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। সেই সময় ভারতের অভিষেক শর্মা ইনিংসের প্রথম বলেই শাহিন আফ্রিদিকে ছক্কা হাঁকান।

দুবাই: আদৌ কি ২২ গজে ভারত-পাকিস্তানের (India vs Pakistan) লড়াইকে লড়াই বলা চলে? এশিয়া কাপের মঞ্চে সুপার ফোরে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় পাওয়ার পর সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) একটি মন্তব্য সেই প্রশ্নকে আরও জোরালো করে তুলেছে। ভারতের জয়ের পর সাংবাদিক বৈঠকে এসেছিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। সেখানে এসে তিনি সাংবাদিকদের বলেন যে ভারত-পাকিস্তান 'লড়াই' এভাবে তিনি বিষয়টাকে দেখেনই না এখন। কারণ যেভাবে একপেশে লড়াইয়ে বারবার ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানকে কুপোকাত করেছে, তাতে এটা এখন আর 'লড়াই' এই জায়গায় নেই।
এবার এই ইস্যুতে প্রথমবার মুখ খুললেন পাক পেসার শাহিন আফ্রিদি (Saheen Afridi)। তিনি বলছেন, ''আমরা এখানে এসেছিলাম ত্রিদেশীয় সিরিজ খেলতে। সেই সিরিজে আমরা জিতেছিলাম। এবার আমাদের লক্ষ্য এশিয়া কাপ জেতা। পাকিস্তানের মানুষকে খুশি করাই আমাদের কাজ। প্রত্যেক মানুষের নিজের নিজের কাছে সম্মান রয়েছে। তাঁদের মতামত দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু আমরা ক্রিকেটটা খেলতে এসেছি। এটাই করব।''
সুপার ফোরের ম্য়াচে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেছিল ভারতীয় দল। সেই সময় ভারতের অভিষেক শর্মা ইনিংসের প্রথম বলেই শাহিম আফ্রিদিকে ছক্কা হাঁকান। এমনকী ম্য়াচে হ্যারিস রউফের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়ান শুভমন গিল ও অভিষেক শর্মা। শেষ পর্য়ন্ত ম্য়াচে হাসি হাসে ভারতীয় দলই।
ম্য়াচের পর সাংবাদিক বৈঠকে সূর্যকুমার বলেন, ''আমার হিসেব অনুযায়ী যদি দুটো দল ১৫ বা ২০ ম্য়াচ খেলে আর স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই তাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। আর কোনও প্রতিদ্বন্দ্বিতাই নয়।''
উল্লেখ্য, ভারত ও পাকিস্তান ২ দলের ক্রিকেটের ইতিহাসে এখনও পাকিস্তান ভারতের থেকে এগিয়ে। ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৮৮ ম্য়াচে পাক দল জিতেছে। ভারত জিতেছে ৭৮ ম্য়াচে। টেস্ট ম্য়াচে দু দলের মধ্য়ে ৫৯ বার হয়েছে। তার মধ্য়ে পাকিস্তান ১২টি ও ভারত ৯ ম্য়াচ জিতেছে। ওয়ান ডে ফর্ম্যাটে ভারত জিতেছে ৫৮ ম্য়াচ ও পাক দল জিতেছে ৪৩ ম্য়াচ। কুড়ির ফর্ম্যাটে ১৫ ম্য়াচের মধ্যে ১১টি জিতেছে ভারত ও পাকিস্তান জিতেছে ৩ ম্য়াচে।




















