(Source: ECI/ABP News/ABP Majha)
ICC Men's T20 World Cup 2022 Player of the Tournament : দৌড়ে কোহলি, সূর্যকুমার, বিশ্বকাপের সেরা ক্রিকেটারের লড়াই আর কারা
ভারতের দু'জন ক্রিকেটারের পাশাপাশি ফাইনালে জায়গা করে নেওয়া পাকিস্তানের দুই ক্রিকেটার, অপর ফাইনালিস্ট ইংল্যান্ডের তিন ক্রিকেটার ও জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার একজন ক্রিকেটার রয়েছেন ৯ জনের তালিকায়।
দুবাই : ইংল্যান্ডের কাছে পর্যদুস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে। তবে প্রতিযোগিতায় অন্য এক সেরার শিরোপার সুযোগ এখনও রয়েছে। টি২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের খেতাব। ফাইনালের প্রাক্কালে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের মঞ্চ মাতানো ক্রিকেটারদের মধ্যে সেরা ৯ জনের তালিকা বেছে নিয়েছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের সর্বময় নিয়ামক সংস্থার ওয়েবসাইটে গিয়ে সরাসরি তাঁদের পছন্দ জানানোর সুবর্ণ সুযোগ দিয়েছে আইসিসি। যেখানে গিয়ে বিশ্বব্যাপী সমর্থকরা দিতে পারবেন ভোট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় বেছে নেওয়ার ক্ষেত্রে যা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
টি ২০ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের দৌড়ে যারা-
ভারতের দু'জন ক্রিকেটারের পাশাপাশি ফাইনালে জায়গা করে নেওয়া পাকিস্তানের দুই ক্রিকেটার, অপর ফাইনালিস্ট ইংল্যান্ডের তিন ক্রিকেটার ও জিম্বাবোয়ে ও শ্রীলঙ্কার একজন ক্রিকেটার রয়েছেন ৯ জনের তালিকায়।
১) বিরাট কোহলি (ভারত) ২) সূর্যকুমার যাদব (ভারত) ৩) শাদাব খান (পাকিস্তান), ৪) শাহিন আফ্রিদি (পাকিস্তান), ৫) স্যাম কুরান (ইংল্যান্ড), ৬) জস বাটলার (ইংল্যান্ড), ৭) অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), ৮) সিকান্দার রেজা (জিম্বাবোয়ে) ও ৯) ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)।
View this post on Instagram
বিশ্বকাপে বিরাট, সূর্যকুমার
টি২০ বিশ্বকাপে ৬ ম্যাচে চোখধাঁধানো ৯৮.৬৬ গড়ে ২৯৬ রান করেছেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীও তিনি। ১৩ নভেম্বরের ফাইনালে অবশ্য ইংল্যান্ড ও পাকিস্তানের ব্যটারাদের কাছে সুযোগ থাকছে কোহলির রান টপকে যাওয়ার। আর এদিকে, ১৮৯.৬৮ গড়ে ৬ ম্যাচে ২৩৯ রান করেচেন সূর্যকুমার যাদব। বিশ্বকাপের মঞ্চে তাঁর পারফরম্যান্স থেকেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বকাপের মাঝেই আইসিসি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটারের স্থান অর্জন করে ফেলেছেন সূর্য।