Shubman Gill: নিজেকে নিয়ে বড় স্বীকারোক্তি শুভমন গিলের, কোন দুর্বলতার কথা প্রকাশ করলেন?
IND Vs BAN: তাঁকে বলা হয় ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার। সেই শুভমন গিল (Shubman Gill) নিজে অবশ্য টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্সে খুশি নন।
বেঙ্গালুরু: তাঁকে বলা হয় ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টার। সেই শুভমন গিল (Shubman Gill) নিজে অবশ্য টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্সে খুশি নন। তাঁর স্বীকারোক্তি, টেস্ট ক্রিকেটে তাঁকে নিয়ে তৈরি হওয়া প্রত্যাশা পূরণ করতে পারেননি।
২০২০ সালে টেস্টে অভিষেক হয় শুভমনের। অস্ট্রেলিয়ার মাটিতে। তারপর থেকে ২৪ বছরের তরুণ ২৫টি টেস্ট খেলে ১৪৯২ রান করেছেন। গড় ৩৫.৫২। ৪টি সেঞ্চুরি ও ৬টি হাফসেঞ্চুরি করেছেন। ওপেনার হিসাবে টেস্ট কেরিয়ার শুরু করে এখন তিন নম্বরে ব্য়াটিং করছেন শুভমন। রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারার মতো নাম ব্যাটিং অর্ডারের যে জায়গায় ব্যাটিং করেছেন সাম্প্রতিক অতীতে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ২টি সেঞ্চুরি করেছিলেন শুভমন। ৫ ম্যাচের সিরিজে ৪৫২ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি।
দলীপ ট্রফিতে (Duleep Trophy) নামবেন শুভমন। সামনেই দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ। সব মিলিয়ে আগামী কয়েক মাসে ১০টি টেস্ট খেলবে ভারত। বাংলাদেশ সিরিজের পর নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।
তার আগে শুভমন বলেছেন, 'টেস্ট ক্রিকেটে আমি প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে আমাদের সামনে ১০টি টেস্ট ম্যাচ রয়েছে। আশা করছি এই দশ টেস্ট ম্যাচের পর প্রত্যাশা পূরণ করতে পারব।'
একটা সময় স্পিন খেলার ব্যাপারে সবচেয়ে দর মনে করা হতো ভারতীয় ব্যাটারদের। তবে সম্প্রতি স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং বারবার সমস্যায় পড়েছে। গিল জানিয়েছেন, তিনি স্পিনের বিরুদ্ধে নিজের রক্ষণ আরও মজবুত করেছেন।
গিল বলেছেন, 'আমি রক্ষণ নিয়ে আরও একটু বেশি পরিশ্রম করেছি। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে। ঘূর্ণি পিচে খেললে রক্ষণ পোক্ত করতেই হবে। তারপর তো স্কোরিং শট খেলার প্রশ্ন। এত টি-২০ ক্রিকেট খেলা হয় আর তাতে এমন ব্যাটিং সহায়ক পিচে খেলতে হয় যে রক্ষণের দিকটা ক্ষতিগ্রস্ত হয়। ইংল্যান্ড সিরিজে সেটাই কাটিয়ে ওঠার চেষ্টা করেছিলাম।'
দলীপ ট্রফিতে ভারত এ দলের নেতৃত্ব দেবেন গিল।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা