INDW vs SAW: মান্ধানার শতরানের পর শোভানার স্পিনভেল্কি, দক্ষিণ আফ্রিকাকে ১৪৩ রানে হারিয়ে সিরিজ় শুরু ভারতের
Smriti Mandhana: ১২৭ বলে ১১৭ রানের ইনিংস খেলেন স্মৃতি মান্ধানা। ঘরের মাঠে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।
বেঙ্গালুরু: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (INDW vs SAW) আপাদমস্তক দাপটে দেখিয়ে, ১৪৩ রানের বিরাট ব্যবধান জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ওমেন ইন ব্লুর হয়ে ম্যাচের দুই নায়ক স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ও আশা শোভানা (Asha Sobhana)। ব্যাট হাতে ঘরের মাঠে নিজের প্রথম ওয়ান ডে শতরান হাঁকালেন মান্ধানা। তাঁর ব্যাট থেকে এল ১১৭ রানের ইনিংস। মান্ধানার ইনিংসে ভর করেই ভারতীয় দল নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটের বিনিময়ে ২৬৫ রান তোলে এরপর বল হাতে অভিষেক ম্যাচে শোভানার চার উইকেটে ১২২ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে শেফালি ভার্মা সাত ও হেমলতা ১২ রানে আউট হওয়ায় ভারতীয় দলের শুরুটা ভাল হয়নি। ৩২ রানে দুই উইকেট হারিয়ে ফেলে ওমেন ইন ব্লু। হরমনপ্রীতও ১০ রানের বেশি করতে পারেননি। রিচা (৩) ও জেমাইমার (১৭) ব্যাটেও বড় রান আসেনি। শতরানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ফেলে বিপাকে পড়ে যায় ভারত। তবে অপরপ্রান্তে ব্যাট হাতে ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন স্মৃতি। তাঁকে শেষমেশ সঙ্গ দেন দীপ্তি শর্মা। ষষ্ঠ উইকেটে দুইজনে ৮১ রান যোগ করেন। আয়াবোঙ্গা খাকা ৩৭ রানে দীপ্তিকে ফিরিয়ে এই গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভাঙেন।
তবে মান্ধানা থামেননি। ম্যাচের ৪৩তম ইনিংসে নিজের কেরিয়ারের ষষ্ঠ ওয়ান ডে সেঞ্চুরি পূরণ করেন তারকা ভারতীয় ওপেনার। অবশেষে তাঁর দুরন্ত ইনিংস সমাপ্ত করেন ক্লাস। পূজা বস্ত্রকর ৩১ রানের ইনিংসে ভারতকে ২৫০ রানের গণ্ডি পার করে।। তুলনামূলক মন্থর গতির পিচে ২৬৬ রান একেবারেই সহজ ছিল না। ভারতীয় স্পিনাররা নিশ্চিত করেন যাতে প্রোটিয়াদের রান তুলতে নাকানি চোবানি খেতে হয়। ম্যাচের প্রথম ওভারেই প্রোটিয়া অধিনায়ক লরা উলভার্টকে চার রানে ফেরান। তাজ়মিন ব্রিটস খেলছিলেন ভাল। তবে দীপ্তি শর্মা ১৮ রানে তাঁকে আউট করেন।
মারিজ়ানা ক্যাপ ২৪ রানের ইনিংস খেলেন। তবে নিজের ইনিংস বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারেননি তিনি। নিরন্তর ব্যবধানে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া মিডল অর্ডারে ধস নামান শোভানা। শেষমেশ ৩৮ ওভারের আগেই অল আউট হয়ে যায় প্রোটিয়া দল। দুরন্ত জয় পায় ভারত।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: স্টোইনিস, হেডের দৌলতে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে ইংল্যান্ড, লড়েও ছিটকে গেল স্কটল্যান্ড