India vs England Match Highlights: আকাশ-খোঁচায় জ্বলে উঠলেন অভিষেক, ইডেনে ইংরেজ বোলিং ছারখার করে জেতালেন ভারতকে
Eden Gardens: মাত্র ১২.৫ ওভারে লক্ষ্যপূরণ করল ভারত। তিন উইকেট হারিয়ে। ৪৩ বল বাকি থাকতে ত৭ উইকেটে টি-২০ ম্যাচে জয় আসলে ক্রিকেটের এই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের দাপটের দলিল হয়ে থাকল।

সন্দীপ সরকার, কলকাতা: ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে বেশ নামযশ করেছেন আকাশ চোপড়া (Akash Chopra)। সেই তিনিই কি না বলে বসলেন, অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে নিজেকে প্রমাণ করতেই হবে। নইলে পড়তে পারে কোপ। ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন যশস্বী জয়সওয়াল!
বুধবার আকাশ চোপড়ার কথা কি কানে গিয়েছিল অভিষেকের? জবাব দেওয়ার জন্যই যেন নেমেছিলেন। জবাব দিলেনও। ইনিংস ওপেন করতে নেমে ৩৪ বলে ৭৯ রানের ইনিংস। স্ট্রাইক রেট? ২৩২। ম্যাচ একপেশে করে দিলেন পাঞ্জাবের তরুণই। আর সেটা করলেন এমন একটা মাঠে, যা কলকাতা নাইট রাইডার্সের ডেরা। যে কেকেআরের হয়ে এক সময় আইপিএলে খেলেছেন আকাশ নিজেও।
ইডেনে (Eden Gardens) ভারতের সামনে ছিল সহজ লক্ষ্য। প্রথমে ব্যাট করে ভারতীয় স্পিনারদের সামনে কেঁপে গেলেন ইংরেজরা। মাত্র ১৩২ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ড ব্যাটিংয়ের জারিজুরি। ভারতের তিন স্পিনার মিলে ১২ ওভারে মাত্র ৬৭ রান খরচ করে তুলে নিলেন ৫ উইকেট।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই অভিষেকের ব্যাটে ঝড়। ইংরেজ পেসার জোফ্রা আর্চার অন্য প্রান্ত থেকে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে ইংল্যান্ড শিবিরে আশার সঞ্চার করেছিলেন। কিন্তু সেই আশায় জল ঢাললেন অভিষেক। দু'বার তাঁর ক্যাচ পড়েছে। একবার ২৯ রানে থাকার সময় নিজের বলেই অভিষেকের ফিরতি ক্যাচ ফেললেন আদিল রশিদ। ক্যাচ না বলে অবশ্য হাফচান্স বলাই ভাল। আর একবার ক্যাচ পড়ল ব্যক্তিগত ৭১ রানে।
সুযোগের সদ্বব্যবহার করতে ছাড়েননি অভিষেক। জেমি ওভার্টনকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন। মাত্র ২০ বলে। শেষ পর্যন্ত আদিলের বল গ্যালারিতে ওড়াতে গিয়ে যখন ফিরলেন, ভারতের জয়ের জন্য প্রয়োজন মাত্র ৮ রান। তিলক বর্মা ও হার্দিক পাণ্ড্য অনায়াসে যা তুলে দিলেন।
মাত্র ১২.৫ ওভারে লক্ষ্যপূরণ করল ভারত। তিন উইকেট হারিয়ে। ৪৩ বল বাকি থাকতে ত৭ উইকেটে টি-২০ ম্যাচে জয় আসলে ক্রিকেটের এই ফর্ম্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের দাপটের দলিল হয়ে থাকল। ইডেনে প্রথমার্ধ যদি হয়ে থাকে অর্শদীপ সিংহের দুরন্ত স্পেল ও বরুণ চক্রবর্তী, অক্ষর পটেল ও রবি বিষ্ণোই স্পিন ত্রিফলার, তাহলে দ্বিতীয়ার্ধ অভিষেক-ময়।
মহম্মদ শামিকে প্রথম একাদশে না রাখা বা আকাশ চোপড়ার বিতর্কিত মন্তব্য যেন হারিয়ে গেল রাতের আঁধারে। শীতের ইডেনে খেলা দেখতে আসা প্রায় ৫৫ হাজার মানুষ তৃপ্তির ঢেকুর তুলেই বাড়ির পথ ধরলেন।




















