IND vs SA: টি-টোয়েন্টিতে নেতা সূর্য, ওয়ান ডেতে অধিনায়কত্বে রাহুল, ঘোষিত হল দক্ষিণ আফ্রিকা সফরের দল
Indian Cricket Team বিরাট কোহলি ও রোহিত শর্মা ভারতীয় বোর্ডের কাছে সাদা বলের সিরিজ়ে বিশ্রামের আবেদন করেছিলেন এবং সেই আবেদন মঞ্জুরও করা হয়েছে।
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) ডিসেম্বর মাসেই তিন ফর্ম্যাটের সিরিজ় খেলতে রামধনুর দেশে উড়ে যাচ্ছে ভারতীয় দল (Indian Cricket Team)। তার আগে আজ, বৃহস্পতিবার, ৩০ নভেম্বরই টিম ইন্ডিয়ার দল ঘোষণা করে দেওয়া হল। জল্পনা ছিলই। সেইমতো প্রোটিয়াদের বিরুদ্ধে সাদা বলের দুই সিরিজ়ে দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) নেই।
বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে রোহিত এবং বিরাট, উভয়েই বোর্ডের কাছে সাদা দলের সিরিজ়ের জন্য বিরতি চেয়েছিল। সেইমতোই তাঁদের আবেদন মঞ্জুর করা হয়েছে। অপরদিকে, বর্তমানে মহম্মদ শামি চোট সারানোর কাজ চালাচ্ছেন। তাঁকেও তাই এই দুই ফর্ম্যাটের দলে রাখা হয়নি বলে জানানো হয়। রোহিতের অনুপস্থিতিতে ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি বিশ ওভারের সিরিজ়ে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তিনিই প্রোটিয়াদের বিরুদ্ধেও টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন।
টি-টোয়েন্টি সিরিজের নির্বাচিত দল: যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাডেজা (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, অর্শদীপ সিংহ, মহম্মদ সিরাজ়, মুকেশ কুমার ও দীপক চাহার।
ওয়ান ডে সিরিজের নির্বাচিত দল: রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পাতিদার, রিঙ্কু সিংহ, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (অধিনায়ক ও উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিংহ ও দীপক চাহার।
উল্লেখযোগ্য বিষয় হল এই সফরেই সিনিয়ার তারকাদের অনুপস্থিতিতে ওয়ান ডেতে সুযোগ পেয়েছেন রিঙ্কু, রজত পাতিদার। টি-টোয়েন্টিতে জীতেশ শর্মাকেও সুযোগ দেওয়া হয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ফর্ম্যাটের সিরিজ় শুরু হবে ১০ জিসেম্বর থেকে। প্রথমে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ় খেলবে দুই দল। তারপর ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়। সবশেষে ২৬ ডিসেম্বর থেকে দুই দল দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে একে অপরের বিরুদ্ধে খেলবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y
আরও পড়ুন: বোর্ডের সঙ্গে লিখিত চুক্তি হয়নি, জল্পনা বাড়ল দ্রাবিড়ের কথায়