![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
T20 World Cup 2024: একাধিক সুযোগ, তীরে বারবার তরী ডুবেছে, ভারতের আইসিসি ইভেন্টের ফাইনালে রেকর্ড কেমন জানেন?
T20 World Cup 2024 Final: এরপরও ফাইনালে অজিদের বিরুদ্ধে হারতে হয়েছিল। স্বপ্নভঙ্গ হয়েছিল কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর। তবে, এটা এই প্রথমবার না
![T20 World Cup 2024: একাধিক সুযোগ, তীরে বারবার তরী ডুবেছে, ভারতের আইসিসি ইভেন্টের ফাইনালে রেকর্ড কেমন জানেন? T20 World Cup 2024 brief history of indian cricket team in icc trophy final T20 World Cup 2024: একাধিক সুযোগ, তীরে বারবার তরী ডুবেছে, ভারতের আইসিসি ইভেন্টের ফাইনালে রেকর্ড কেমন জানেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/29/fcce36e6ef6d6bc6e5f5c9848d49fa991719663778659206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বার্বাডোজ: শেষবার ২০২৩। অর্থাৎ গতবছর ওয়ান ডে বিশ্বকাপের (One Day World Cup 2023) ফাইনালে ভারতীয় দল (Indian Cricket Team) মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ঘরের মাঠে গোটা টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেছিল দল। টানা ১০ ম্য়াচ জিতেছিল তারা। এরপরও ফাইনালে অজিদের বিরুদ্ধে হারতে হয়েছিল। স্বপ্নভঙ্গ হয়েছিল কোটি কোটি ভারতীয় ক্রিকেট প্রেমীর। তবে, এটা এই প্রথমবার না। এর আগেও এমন অনেকবার হয়েছে। যেখানে ফাইনালে পৌঁছেও কাপ ও ঠোঁটের দূরত্ব রয়েই গিয়েছে। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2024 Final) আরও একবার সুযোগ। আইসিসি ইভেন্টের ফাইনালে ভারতের রেকর্ড কেমন? জেনে নিন-
- ১৯৮৩ সালে ভারত প্রথমবার আইসিসি ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল। সেবার ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে দেয় কপিল দেবের দল। প্রথমবার আইসিসি ইভেন্ট জেতে টিম ইন্ডিয়া।
- ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ৪৩ রানে হেরে যায় ভারত।
- ২০০২ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল। বৃষ্টির জন্য খেলা সম্ভব হয়নি। যুগ্মবিজয়ী হয় দুই দল।
- ২০০৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৫ রানে হেরে যায় সৌরভের ভারত।
- ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মহেন্দ্র সিংহ ধোনির ভারত পাকিস্তানকে ৫ রানে হারিয়ে দেয়।
- ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ভারত। ধোনির নেতৃত্বে তারা শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে দেয়।
- ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে দেয় মহেন্দ্র সিংহ ধোনির ভারত।
- ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ৬ উইকেটে হেরে যায় ভারত।
- ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বিরাট কোহলির ভারত পাকিস্তানের বিরুদ্ধে ১৮০ রানে হারে।
- ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে হেরে যায় বিরাট বাহিনী। ৮ উইকেটে জেতে কিউয়িরা।
- ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও হার ভারতের। রোহিতের নেতৃত্বাধীন ভারতকে ২০৯ রানে হারায় অজিরা।
- ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারিয়ে দেয় রোহিতের ভারতকে।
রোহিত শর্মার নেতৃত্বেই গত এক বছরে তিনবার আইসিসি ইভেন্টের ফাইনালে উঠল ভারত। টেস্ট চ্যাম্পিয়নশিপ, ওয়ান ডে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৩৬ পেরনো রোহিতের এটাই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। বলা ভাল টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে শেষ ম্য়াচও হতে পারে। সেক্ষেত্রে নিঃসন্দেহে চাইবেন আজ ট্রফি জিতেই কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলকে বিদায় জানাতে চাইবেন হিটম্য়ান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)