Canada vs Ireland: আইরিশদের ১২ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপে প্রথমবার জয়ের স্বাদ পেল দুরন্ত কানাডা
T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে এটাই কানাডার প্রথম জয়ের স্বাদ পাওয়া। তাই, নিউ ইয়র্কে কানাডা ক্রিকেটের নতুন ইতিহাস রচিত হল।
নিউ ইয়র্ক: আমেরিকার হাতে পাকিস্তান বধের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই টি-২০ বিশ্বকাপে আর এক চমক। আয়ার্ল্যান্ডকে ১২ রানে হারিয়ে দিল কালো ঘোড়া কানাডা। যারা খাতায় কলমে আইরিশদের চেয়ে অনেকটাই পিছিয়ে। টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) এটাই কানাডার প্রথম জয়ের স্বাদ পাওয়া। তাই, নিউ ইয়র্কে কানাডা (Canada vs Ireland) ক্রিকেটের নতুন ইতিহাস রচিত হল।
প্রথমে ব্যাট করে কানাডা তুলেছিল ১৩৭/৭। জবাবে ১২৫/৭ স্কোরে আটকে গেল আয়ার্ল্যান্ড। টি-২০ বিশ্বকাপে কোনও অ্যাসোসিয়েট দেশ হিসাবে সবচেয়ে কম রান বোর্ডে তুলে ম্যাচ জেতার নিরিখে এই ম্যাচ তৃতীয়। এর আগে ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপে নাগপুরে প্রথমে ব্যাট করে ১২৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়েছিল আফগানিস্তান। সেই সময় তারা ছিল আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশ। সেই টুর্নামেন্টের অন্যতম বড় অঘটন ছিল আফগানদের হাতে ওয়েস্ট ইন্ডিজ়ের পরাজয়। সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়ই। বেন স্টোকসের বলে কার্লোস ব্র্যাথওয়েটের ছক্কার ঝড় কে-ই বা ভুলতে পেরেছে? তবু ক্যারিবিয়ান শিবিরে কাঁটা হয়ে রয়েছে আফগানিস্তানের কাছে তাদের হার।
২০১৪ সালের টি-২০ বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৩৪ রান বোর্ডে তুলে অভাবনীয়ভাবে ম্যাচ জিতেছিল নেদারল্যান্ডস। তারপরই কানাডার ১৩৭ রান তুলে এদিনের জয়। সব মিলিয়ে ২২তম দেশ হিসাবে টি-২০ বিশ্বকাপে ম্যাচ জেতার নজির গড়ল কানাডা। কিনিয়া ও পাপুয়া নিউ গিনিই এখন দুটিমাত্র দেশ, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনওদিন কোনও ম্যাচ জেতেনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২টি ম্যাচ খেলে দুটিতেই হেরেছিল কিনিয়া। ২০২১ ও ২০২৪ মিলিয়ে ৫ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে পাপুয়া ও নিউ গিনি।
Canada WIN in New York! 🇨🇦
— ICC (@ICC) June 7, 2024
A superb bowling performance from them against Ireland sees them register their first Men's #T20WorldCup win 👏#CANvIRE | 📝: https://t.co/rYLPhX7ldC pic.twitter.com/axdtyEFrDg
টি-২০ বিশ্বকাপে ১১তম দেশ হিসাবে আয়ার্ল্যান্ডকে হারাল কানাডা। এদিক থেকে বাংদেশের সঙ্গে যুগ্মভাবে একটি রেকর্ড গড়ল আয়ার্ল্যান্ড। বাংলাদেশও টি-২০ বিশ্বকাপে ১১টি দেশের কাছে হেরেছে।
আরও পড়ুন: অধিনায়ক হওয়ার যোগ্যই নয়, ছাত্রের পাশে দাঁড়িয়ে বাবর আজ়মের বিরুদ্ধে বিস্ফোরক আমিরের কোচ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।