David Miller Retirement: টি-২০ থেকে অবসর নিয়েছেন? সত্যিটা নিজেই জানালেন ডেভিড মিলার
T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। বোলার ছিলেন হার্দিক পাণ্ড্য। প্রথম বলই লং অনের ওপর দিয়ে উড়িয়ে দিয়েছিলেন মিলার।
জোহানেসবার্গ: টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে দক্ষিণ আফ্রিকার (IND vs SA)। প্রথমবার কোনও বিশ্বকাপ জয়ের এত কাছে এসেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথমবার কোনও বিশ্বকাপের ফাইনালে উঠেছিলেন প্রোটিয়ারা।
কিন্তু ভারতের বিরুদ্ধে বার্বাডোজ়ের ফাইনালে কার্যত হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এক সময় যে ম্যাচ জেতার জন্য ৩০ বলে দরকার ছিল ৩০ রান, যা টি-২০ ক্রিকেটে জলভাতের সমান, ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সামনে সেই লক্ষ্যপূরণ করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
আর তারপরই জোর জল্পনা ছিল, টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেভিড মিলার (David Miller)। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যাঁকে বলা হয় কিলার মিলার। এবার তা নিয়ে মুখ খুললেন মিলার নিজেই। কী জানালেন বাঁহাতি ব্যাটার?
টি-২০ বিশ্বকাপের ফাইনালে শেষ ওভারে জেতার জন্য দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ১৬ রান। বোলার ছিলেন হার্দিক পাণ্ড্য। প্রথম বলই লং অনের ওপর দিয়ে উড়িয়ে দিয়েছিলেন মিলার। সকলে ধরেই নিয়েছিলেন যে, ছক্কা মেরে দিয়েছেন মিলার। কিন্তু সকলকে হতবাক করে দিয়ে সেই বলটিকে বাউন্ডারির আগে রুখে দেন সূর্যকুমার যাদব। বলটিকে মাটের ভিতর ছুড়ে দিয়ে শরীরের ভারসাম্য রাখতে বাউন্ডারির বাইরে চলে যান স্কাই। তারপর মাঠে ঢুকে ক্যাচটি ধরেন। আউট হন মিলার। দক্ষিণ আফ্রিকার আশার প্রদীপ যেন তখনই নিভে যায়।
View this post on Instagram
ফাইনালে পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি পোস্ট করেন মিলার। সেটি দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো টি-২০ ক্রিকেটকে বিদায় জানাবেন কিলার মিলার। শুরু হয় জোর জল্পনা। তবে এবার সব জল্পনায় জল ঢাললেন দক্ষিম আফ্রিকার তারকা। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'সব খবরের পরিপ্রেক্ষিতে আমি বলছি, আমি আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিইনি। প্রোটিয়া দলের জন্য আমি এখনও রয়েছি। আমার সেরাটা আসতে এখনও বাকি।'
আরও পড়ুন: বাংলা দলে ঋদ্ধিমান, সুদীপ, সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন বাদ পড়া ক্রিকেটার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।