IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে জাতীয় দলে ঢুকে পড়লেন বাংলার মুকেশ
Mukesh Kumar Update: এবার জাতীয় দলের সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার সুযোগ চলে এল মুকেশ কুমার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন বাংলার পেসার।
কলকাতা: কিছুদিন আগেই আইপিএলে রেকর্ড গড়েছিলেন। নিলামের ইতিহাসে সবচেয়ে দামি বাংলার ক্রিকেটার হিসেবে তাঁকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এবার জাতীয় দলের সীমিত ওভারের ফর্ম্যাটে খেলার সুযোগ চলে এল মুকেশ কুমার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিলেন বাংলার পেসার। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলেন বিহারের এই ক্রিকেটার।
বিহারের গোপালগঞ্জের মুকেশের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় বাংলার জার্সিতেই। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও সুযোগ পেয়েছিলেন মুকেশ কুমার। আইপিএলের মিনি নিলামে বাংলার ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল মুকেশ কুমার। সাড়ে ৫ কোটি টাকা দাম পেলেন নিলামে। বিরাট অঙ্কে বাংলার পেসারকে তুলে নিল দিল্লি ক্যাপিটালস।
আইপিএলের মিনি নিলামে বাংলার ক্রিকেটারদের মধ্যে উজ্জ্বল মুকেশ কুমার। সাড়ে ৫ কোটি টাকা দাম পেয়েছিলেন নিলামে। বিরাট অঙ্কে বাংলার পেসারকে তুলে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। এর আগে আইপিএলে সবচেয়ে দামি বাংলার ক্রিকেটার ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে সর্বোচ্চ ৪ কোটি ৩৭ লক্ষ টাকা দাম পেয়েছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন মুকেশ কুমার। বাবা ট্যাক্সি চালাতেন। অভাবের সংসার ছিল। কোটিপতি হওয়ার দিন প্রয়াত বাবার জন্য মন খারাপ মুকেশের। টি-টোয়েন্টি স্কোয়াডে হার্দিক অধিনায়ক। সূর্যকুমার যাদব সহ অধিনায়ক। স্কোয়াডে সুযোগ পেয়েছেন শিভম মাভিও।
এর আগেও দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে ছিলেন মুকেশ। তবে নেট বোলার হিসাবে। আইপিএলে এখনও অভিষেক হয়নি ডানহাতি পেসারের। সম্প্রতি বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন। ভারত এ দলের হয়ে দুরন্ত বোলিং করেছেন বাংলাদেশ এ দলের বিরুদ্ধে। তারপর থেকেই ইঙ্গিত ছিল যে, এবারের আইপিএলে ভাল দাম পেতে পারেন বাংলার পেসার। ক্রিকেটের টানে যিনি বিহার থেকে কলকাতায় এসেছিলেন।
নিলামে ন্যূনতম দর ছিল ২০ লক্ষ টাকা। মুকেশের জন্য দর কষাকষি শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। পরে দিল্লি ও পাঞ্জাব কিংসও নিলামে ঝাঁপায়। শেষ হাসি রিকি পন্টিং-ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসেরই।
মুকেশ কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সৌরভ বাংলা থেকে ক্রিকেটার তুলে আনার জন্য চালু করেছিলেন ভিশন ২০২০ প্রকল্প। সেখানে সুযোগ পেয়েছিলেন মুকেশ।