Viral Video: বাজপাখির মতো ছোঁ মেরে অবিশ্বাস্য ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, ভাইরাল ভিডিও
Super Smash 2023-24: ওয়েলিংটন বনাম সেন্ট্রাল স্টেজের ম্যাচে জনসন এবং কেলি মিলে সম্ভবত বছরের সেরা ক্যাচটি ধরেন।
অকল্যান্ড: বর্তমানে নিউজ়িল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশ (Super Smash 2023-24) চলছে। সেই ম্যাচেই বছরের শুরুতেই এক অবিশ্বাস্য ক্যাচের সাক্ষী হয়ে থাকল ক্রিকেটবিশ্ব। সৌজন্যে ট্রয় জনসন (Troy Johnson) এবং নিক কেলি (Nick Kelly)।
ওয়েলিংটন বনাম সেন্ট্রাল স্টেজের ম্যাচে জনসন এবং কেলি মিলে সম্ভবত বছরের সেরা ক্যাচটি ধরেন। টুর্নামেন্টের লিগ তালিকায় শীর্ষে থাকা ওয়েলিংটন টুর্নামেন্টের ২২তম ম্যাচে সেন্ট্রাল স্টেজের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সেন্ট্রালের ব্যাটার উইল ইয়ং মাইকেল স্নেডেনের বলে একটি স্ট্রেট ড্রাইভ মারেন। বলটি দূরত্বের বদলে উচ্চতা বেশি লাভ করে। মিড অন এবং মিড অফ সার্কেলে থাকায় ইয়ং নিশ্চয়ই ভেবেছিলেন তিনি এ যাত্রায় বেঁচে গিয়েছেন। তবে অবিশ্বাস্যভাবে জনসন অনেকটা পিছনে ছুটে ঝাঁপিয়ে বলটি ধরে নেন।
জনসন শুধু ক্যাচটি ধরেনই না, উপস্থিত বুদ্ধির পরিচয়ও দেন। তিনি বল নিয়ে বাউন্ডারি পার করে যাবেন বুঝতে পেরে শূন্যে শরীর ভাসিয়ে কেলির দিকে বল ছুড়ে দেন। কেলি খানিকটা লাফিয়ে বলটি ধরে নেন। এই ক্যাচটি গোটা ক্রিকেটবিশ্বেই শোরগোল ফেলে দিয়েছে। হু হু করে ভাইরাল হয়েছে ক্যাচের ভিডিওটি। তবে দুর্ভাগ্য়বশত এই দুরন্ত ক্যাচ ধরলেও, ম্যাচ জিততে পারেনি ওয়েলিংটন। ছয় উইকেটে জয় পায় সেন্ট্রাল স্টেজেস।
WHAT A CATCH.....!!!!! 🔥🫡
— Johns. (@CricCrazyJohns) January 13, 2024
- One of the greatest fielding efforts in cricket history. [Rob Moody]pic.twitter.com/1ScwmXBz5P
এই জয়ের সুবাদে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল স্টেজেস। অপরদিকে, ম্যাচ হারলেও শীর্ষেই রয়েছে ওয়েলিংটন। তাঁদের দখলে বর্তমানে ২২ পয়েন্ট রয়েছে।
জোকারের বিরাট প্রশংসা
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা টেনিস প্লেয়ারদের একজন তিনি। সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিক। সামনেই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতেও নামবেন। তারই প্রস্তুতিতে ব্যস্ত সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। কিন্তু টেনিসের মাঝেই হঠাৎ করেই জকোভিচের মুখে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির কথা। অস্ট্রেলিয়ান ওপেনের সম্প্রচারকারী চ্যানেলে প্রাক্তন ভারতীয় টেনিস তারকা সোমদেব বর্মনের সঙ্গে এক সাক্ষাৎকারে জকোভিচের মুখে শোনা গেল ভারত, এখানকার সংস্কৃতি, বিরাট থেকে সচিন নানা কথা।
বিরাট কোহলির প্রসঙ্গ উঠতেই সর্বকালের সর্বাধিক স্ল্যামবিজেতা জকোভিচ বলেন, 'বিরাট কোহলির সঙ্গে আমার অনেক বছর ধরেই কথা হচ্ছে। আমি ওর গুণগ্রাহী। সচিন (তেন্ডুলকর), বিরাট-সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্বের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। গত কয়েক বছর ধরে বিরাটের সঙ্গে আমার লিখিত কথোপকথন চলছে। কিন্তু সামনাসামনি আমাদের কোনওদিন দেখা হয়নি। ও আমার সম্পর্কে যে সব কথা বলে, সেগুলি শুনে খুব ভালো লাগে। ওর কেরিয়ার ও সাফল্যের কদর করি আমি।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: প্রথম ভারতীয় জুটি হিসাবে মালয়েশিয়া ওপেনের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি