(Source: Poll of Polls)
Vijay Hazare Trophy: ব্যাটিং বিপর্যয়, তামিলনাড়ুর বিরুদ্ধে বাংলা অল আউট ৮৪ রানে, ৫ উইকেটে হার
BEN vs TN: সোমবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে শক্তিশালী তামিলনাড়ুরর বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল বাংলা। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই পাঁচ উইকেটে হারের মুখ দেখল লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা।
মুম্বই: পরপর দুই ম্যাচে বিরাট জয়। কিন্তু তৃতীয় ম্যাচে এসে ধাক্কা খেতে হল বাংলা ক্রিকেট দলকে (Bengal Cricket Team)। বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) প্রথম পরাজয় হজম করতে হল সুদীপ ঘরামিদের।
নাগাল্যান্ডের পর বঢোদরা। চলতি বিজয় হাজারে ট্রফিতে জোড়া জয় পেয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলা। পরপর দু'ম্যাচে জয়। তবে শেষরক্ষা হল না। সোমবার মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে শক্তিশালী তামিলনাড়ুরর বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল বাংলা। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই পাঁচ উইকেটে হারের মুখ দেখল লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা।
সোমবার প্রথমে ব্যাট করতে নেমে বিপক্ষের পেসারদের দাপটে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায় বাংলা। অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদার, হাবিব গাঁধী ও শাহবাজ আমেদ ছাড়া আর কেউই দু'অঙ্কের রান পাননি। শাহবাজ ২০ রান করে আউট হন। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। মাত্র ২৩.৪ ওভারে শেষ হয়ে যায় বাংলার ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৯.১ ওভারে ৫ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় দীনেশ কার্তিকের দল।
সোমবার বাংলার ব্যাটারদের চাপে রাখার কাজটা শুরু করেন সন্দীপ ওয়ারিওর এবং টি নটরাজন। গত ম্যাচে সেঞ্চুরি করা অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, অনুষ্টুপ মজুমদার, অভিষেক পোড়েলরা কেউই তামিলনাড়ুর পেসারদের মোকাবিলা করতে পারেননি। শাহবাজ আহমেদ ২০ ও শাকির হাবিব গাঁধী ১৯ রান করেন। এছাড়া আর কেউই বড় রানের মুখ দেখতে পারেননি। ২৩.৪ ওভারে ৮৪ রানেই শেষ হয়ে যায় বাংলার ইনিংস। সন্দীপ ২৩ রানে ৪ ও ভারতের হয়ে তিন ফর্ম্যআটে খেলা বাঁহাতি পেসার টি নটরাজন নিলেন ২০ রানে ২ উইকেট।
রান তাড়া করতে নেমে তামিলনাড়ুর পক্ষে অবশ্য কাজ সহজ হয়নি। কারণ বিপক্ষের ব্যাটারদের উপর চাপ বাড়াতে থাকেন মহম্মদ শামির ভাই মহম্মদ কাইফ, ঈশান পোড়েল, আকাশ দীপরা। কিন্তু হাতে কম রানের পুঁজি। তাই তিন পেসার লড়াই করলেও, জয়ের জন্য যথেষ্ট রান হাতে ছিল না। প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে লজ্জার হার হজম করল সুদীপ ঘরামির দল। ব্যাটাররা ব্যর্থ হলেও, লড়াকু মানসিকতা দেখিয়ে নজর কাড়ল বাংলার বোলিং বিভাগ। মহম্মদ কাইফ ১২ রান দুটি ও ঈশান পোড়েল ৪০ রানে তিনটি উইকেট নিয়েছেন। ২৯ নভেম্বর পরের ম্যাচে বাংলার প্রতিপক্ষ মধ্যপ্রদেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আপনার প্রিয় ক্রিকেটারকে কি ছেড়ে দিল, না ধরে রাখল তাঁর ফ্রাঞ্চাইজি ? দেখুন পূর্ণাঙ্গ তালিকা