Test Cricket: পাঁচ দিন নয়, ইতিহাসের দীর্ঘতম টেস্ট ম্যাচ কতদিন চলেছিল জানেন?
Longest Test Match: কিংসমেড, ডারবানে ১৯৩৯ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এই টেস্টে অংশগ্রহণ করেছিল। এই ম্যাচ 'টাইমলেস টেস্ট' নামেও খ্যাত।

কলকাতা: বর্তমান বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটের রমরমা। এমনকী অলিম্পিক্সের মাধ্যমে বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির জন্যও মেগা প্রতিযোগিতায় এই ফর্ম্যাটকেই বেছে নিয়েছে আইসিসি। এই বিশ ওভারের যুগে প্রতিনিয়তই বিশ্বের কোনও না কোনও প্রান্তে নতুন কোনও ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হচ্ছে। বর্তমান যুগে ব্যাটারদের ধৈর্য্যও কমেছে বলে অনেক বিশেষজ্ঞই দাবি করেন। যে কারণেই নাকি টেস্ট ক্রিকেটেও গোটা পাঁচদিন আজকাল কমই চলে। তবে ইতিহাসের দীর্ঘতম টেস্ট ম্যাচ কতদিন চলেছিল জানেন?
সাধারণত টেস্ট ম্যাচ সর্বাধিক পাঁচদিনেরই হয়। যদিও বর্তমানে চার দিনের টেস্ট চালু করার কথাবার্তাও শোনা যাচ্ছে। তবে চার বা পাঁচদিন নয়, ইতিহাসের দীর্ঘতম টেস্ট ম্যাচ চলেছিল ১০ দিন। অবিশ্বাস্য লাগলেও, এটাই সত্যি। কিংসমেড, ডারবানে ১৯৩৯ সালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা এই টেস্টে অংশগ্রহণ করেছিল। এই ম্যাচ 'টাইমলেস টেস্ট' নামেও খ্যাত। ৩ থেকে ১৪ মার্চ, ১৯৩৯ সালে চলেছিল এই ম্য়াচ। ম্যাচের মাঝে একদিনের বিশ্রামও দেওয়া হয়েছিল। দুই দল মিলিয়ে মোট ১৯৮১ রান করেছিল এই ম্যাচে।
#OnThisDay in 1939, the longest Test in history, played between South Africa and England, ended as a draw after 1️⃣1️⃣ days of play!
— ICC (@ICC) March 14, 2020
Ken Farnes (left) and Hedley Verity (right), pictured here as they returned from the tour, bowled a combined 1311 balls in the match! 🤯 pic.twitter.com/V0obUejs89
১০ দিন ধরে টেস্ট চলার কারণটা ঠিক কী? আসলে এই টেস্ট ম্যাচ কোনও সময়ের বাঁধন ছাড়াই খেলা হয়েছিল। যতক্ষণ না পর্যন্ত ম্যাচের ফলাফল আসে, ততক্ষণ এই ম্যাচ চলার কথা ছিল। তাই ১০ দিন চলে এই ম্যাচ। তবে তা সত্ত্বেও ম্যাচে কিন্তু কোনও ফলাফল বের হয়নি। ড্রয়েই শেষ হয় খেলা। সেই কারণও বেশ ভিন্ন। আদপে ইংল্যান্ডের দেশের মাটিতে ফেরার জন্য যে জাহাজে চাপার কথা ছিল, সেই জাহাজ রামধনুর দেশ ছেড়ে বেরিয়ে আসার কথা ছিল। তৎকালীন যুগে সফরের জন্য তেমন বন্দোবস্তও উপলব্ধ ছিল না। তাই বাধ্য হয়েই ইংল্যান্ডকে দেশে ফেরার জাহাজ ধরার জন্য ম্যাচ থামাতে হয়।
তবে হঠাৎ এই বিষয়টি ভাইরাল কেন? আসলে গুগুল সার্চ গুগলিতে এই প্রশ্নটাই করা হয়। সেই কারণেই হঠাৎ করেই দীর্ঘতম টেস্ট ম্যাচ ঘিকে চারিদিকে এত চর্চা।




















