Rishabh Pant: চোট পেয়েছিলেন ইংল্যান্ড সফরে, আদৌ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলবেন পন্থ?
Indian Cricket Team: ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে ওল্ড ট্র্যোফোর্ডে ব্যাটিং করার সময় পায়ের পাতায় ক্রিস ওকসের বলের আঘাত পান পন্থ। মাঠ ছাড়েন যন্ত্রণার সঙ্গেই।

মুম্বই: এশিয়া কাপ শুরু হয়ে গিয়েছে। তা শেষ হওয়ার পরই ভারতীয় দলের রয়েছে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজ। ঘরের মাঠেই টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই সিরিজে কি আদৌ খেলতে পারবেন ঋষভ পন্থ (Rishabh Pant)?
টেস্টে উইকেটের পেছনে ভারতীয় দলের অটোমেটিক চয়েস পন্থ। এমনকী তিনি সহ অধিনায়কও। কিন্তু ইংল্য়ান্ড সিরিজে পায়ে চোট পাওয়ার পর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অনিশ্চিত হয়ে পড়েছেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে ওল্ড ট্র্যোফোর্ডে ব্যাটিং করার সময় পায়ের পাতায় ক্রিস ওকসের বলের আঘাত পান পন্থ। মাঠ ছাড়েন যন্ত্রণার সঙ্গেই। দ্বিতীয় ইনিংসে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট করতে নামলেও পরের টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন।
টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, "পন্থ মাঠে ফেরার চেষ্টা করে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ সফরেই মাঠে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু এখনও পর্যন্ত সম্ভাবনা খুব উজ্জল এমনটা বলা সম্ভব নয়।''
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্ট আমদাবাদে আগামী ২ অক্টোবর থেকে শুরু হতে চলেছে। দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ১০ অক্টোবর থেকে নয়াদিল্লিতে। এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁদের দেশে গিয়ে ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। সেই সিরিজেই হয়ত পাকাপাকিভাবে দলে ফিরতে পারেন পন্থ। প্রথম ওয়ান ডে ম্য়াচ রয়েছে ১৯ অক্টোবর পারথে। সেই ম্য়াচেই হয়ত দেখা যাবে পন্থকে। সেই সিরিজেই হয়ত ফের দেশের জার্িতে খেলতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে।
আগামী অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অজিভূমে ওয়ান ডে সিরিজ়ের আগে রোহিতদের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের (IND A vs AUS A) হয়ে ওয়ান ডে সিরিজ়ে খেলতে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। কানপুরে এই তিন ম্যাচের সিরিজ় খেলা হবে। সেপ্টম্বরের ৩০ থেকে অক্টোবরের ৫ তারিখ অবধি চলা এই সিরিজ়ের মাধ্য়মে দুই তারকার ম্যাচ ফিটনেস প্রমাণিত হবে। আপাতত যা খবর, কোহলি ও রোহিত ইতিমধ্যে নিজেদের ফিটনেস প্রমাণ করেছেন। রোহিত বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সিলেন্সে নিজের ফিটনেস প্মাণ করেছেন। বিরাট কোহলির বর্তমান কাজ রে ফেলেন লন্ডনে। সেখানে লর্ডসে কোহলি নিজের ফিটনেস পরীক্ষা দিয়ে, তা পাশও করেছেন বলে খবর।




















