INDW vs AUSW: স্মৃতি-প্রতীকার অর্ধশতরান, রিচার ঝোড়ো ক্য়ামিওতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৩০ বোর্ডে তুলল ভারত
Womens Cricket World Cup 2025: একটা সময় মনে হচ্ছিল সাড়ে তিনশোর গণ্ডি পেরিয়ে যাবে ভারতীয় মহিলা। কিন্তু শেষের দিকে ক্রমশ উইকেট হারিয়েছে ভারত। অধিনায়ক হরমনপ্রীত কৌর বড় রান পাননি।

বিশাখাপত্তনম: মহিলা ওয়ান ডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩৩০ রান বোর্ডে তুলল ভারত। স্মৃতি মন্ধানা ও প্রতীকা রাওয়ালের ব্যাট থেকে এল অর্ধশতরান। লোয়ার অর্ডারে রিচার ঘোষ ও জেমাইমা রডরিগেজ ক্যামিও খেলেন। একটা সময় মনে হচ্ছিল সাড়ে তিনশোর গণ্ডি পেরিয়ে যাবে ভারতীয় মহিলা। কিন্তু শেষের দিকে ক্রমশ উইকেট হারিয়েছে ভারত।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের কথা ঘোষণা করেছিলেন অজি ক্যাপ্টেন অ্য়ালিসা হিলি। টুর্নামেন্টে ভারতের ওপেনিং জুটি এই ম্য়াচের আগে পর্যন্ত সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলেও প্রোটিয়া শিবিরের বিরুদ্ধে হেরে লড়াইটা খানিকটা কঠিন হয়ে গিয়েছিল। অবশেষে এদিনের ম্য়াচে জ্বলে উঠল ভারতের ওপেনিং জুটি।
স্মৃতি মন্ধানা ও প্রতীকা রাওয়াল দুজনেই আক্রমণাত্মক ব্যাটিং করছিলেন এদিন। দুজনেই নিজেদের অর্ধশতরান পূরণ করেন। স্মৃতি একটু বেশিই চালিয়ে খেলছিলেন এদিন শুরু থেকেই। ৬৬ বলে ৮০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন স্মৃতি। তবে প্রতীকার সঙ্গে প্রথম উইকেট জুটিতে ১৫৫ রান বোর্ডে তুলে ফেলেছিলেন ততক্ষণে। হরলীন দেওল ৩৮ ও হরমনপ্রীত কৌর ২২ রান করেন। দুজনেই ভাল শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি। অন্য়দিকে প্রতীকা ৭৫ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফেরেন। দ্রুত আরও তিনটি উইকেট হারায় ভারত।
এরপর রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ মিলে ঝোড়ো ক্যামিও খেলেন। দুজনের সম্মিলিত প্রয়াসেই তিনশোর গণ্ডি পেরিয়ে যায় ভারত। রিচা আগের ম্য়াচেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। ৯৪ রান করেছিলেন। যদিও ম্য়াচ জেতাতে পারেননি দলকে। এদিনও চার-ছক্কার ফুলঝুরি দেখা যাচ্ছিল। তবে ২২ বলে ৩২ রান করেই আউঠ হয়ে যান। তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান। অন্য়দিকে জেমাইমাও ২১ বলে ৩৩ রানের ইনিংসে পাঁচটি বাউন্ডারি মারেন। দুজনে ফিরে যেতেই রানের গতি ফের কমে যায়। দীপ্তি মাত্র ১ রান করে ক্যাচ আউট হয়ে যান। এরপর আর বেশি রান বোর্ডে যোগ করতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর এই ম্য়াচ টিম ইন্ডিয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।
View this post on Instagram




















