WPL 2023 Official Mascot: সামনে এল ডব্লিউপিএলের ম্যাসকট 'শক্তি'
WPL 2023: 4 মার্চ থেকে প্রথম ডব্লিউপিএলের আসর বসতে চলেছে, চলবে ২৬ মার্চ পর্যন্ত।
মুম্বই: ৪ মার্চ থেকে শুরু হতে চলেছে প্রথম ডব্লিউপিএল (Women's Premier League 2023)। ২৩ দিনের ব্যবধানে পাঁচ দল মোট ২০টি ম্যাচ খেলবে। গুজরাত জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্ট শুরুর আগে আজই বিসিসিআইয়ের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah) টুর্নামেন্টের ম্যাসকটটি সবার সামনে আনলেন।
ডব্লিউপিএলের ম্যাসকট
প্রথম ডব্লিউপিএলের ম্যাসকটটির নাম দেওয়া হয়েছে 'শক্তি'। এই ম্যাসকটকে একটি নীল জার্সি পরিহিত বাঘের মতোই দেখতে। প্রসঙ্গত, প্রথম ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, গুজরাত জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোর ও ইউপি ওয়ারিয়ার্স- এই পাঁচটি ফ্রাঞ্চাইজি খেলবে। টুর্নামেন্টে মাত্র চারটি ডবল হেডার অর্থাৎ একদিনে দুইটি ম্যাচ আয়োজিত হবে। ডিওয়াই পাতিল ও ব্রেবোর্ন স্টেডিয়ামের প্রত্যেকটিতে ১১টি করে ম্যাচ আয়োজিত হবে। ২৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলা হবে এলিমিনেটর। ৬ মার্চ ব্রেবোর্নেই আয়োজিত হবে প্রথম ডব্লিউপিএলের ফাইনাল ম্যাচটি।
Fast, fierce and full of fire! She's ready to set the field ablaze, lekin #YehTohBasShuruatHai !
— Jay Shah (@JayShah) March 2, 2023
Introducing the embodiment of the #TATAWPL our mascot #Shakti ! @BCCI @BCCIWomen @wplt20 @viacom18#WPL2023 #WomensPremierLeague pic.twitter.com/oZcKm7aGwq
বুমরার অস্ত্রোপ্রচার
পিঠের চোটের কারণে বিগত পাঁচ মাসে মাঠের বাইরেই রয়েছেন ভারতের (Team India) তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। চোটের কারণে তাঁর আসন্ন আইপিএলে খেলা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। এরই মাঝে খবর তিনি নিজের অস্ত্রোপ্রচার করাতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে উড়ে যাচ্ছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই (BCCI) ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (NCA) তরফে এক কিউয়ি সার্জেন রোয়ান সোটেনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলেই শোনা যাচ্ছে।
মাত্র দিন দু'য়েক আগেই বুমরার অস্ত্রোপ্রচার করাবেন বলে কানাঘুষো শোনা যাচ্ছিল। তার পরে পরেই ভারতের তারকা বোলারের নিউজিল্যান্ডে যাওয়ার খবর সামনে আসছে। শোনা যাচ্ছে এই রোয়ানই নাকি ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার জোফ্রা আর্চারের সঙ্গেও অতীতে কাজ করেছেন। এবার তাঁর মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থকেও সুস্থ করে তোলার দায়িত্বও তিনিই পেতে চলেছেন। খবর অনুযায়ী বুমরা অস্ত্রোপ্রচারের পর চোট সারিয়ে আবার এ বছরের সেপ্টেম্বর মাস নাগাদ মাঠে ফিরতে পারবেন।
আরও পড়ুন: প্রথমবার সন্তোষ ট্রফির ফাইনালে মেঘালয়, খেতাবি লড়াইয়ে প্রতিপক্ষ কর্ণাটক