Yash Gaur Death: ফের ক্রিকেটারের মৃত্যু, খেলার মাঝে মাঠেই লুটিয়ে পড়লেন রঞ্জি তারকা, শোকস্তব্ধ ময়দান
BCCI: জয়পুরে চলছে এক ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে খেলছিলেন যশ গৌড় (Yash Gaur)। এক সময় যিনি রাজস্থানের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন।
জয়পুর: বাংলার হয়ে এক সময় রঞ্জি ট্রফি ও লিস্ট এ ম্যাচ খেলা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Suvojit Banerjee) আকস্মিক মৃত্যুর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ময়দান। তার আগে ফের ক্রিকেটের বাইশ গজে শোকের ছায়া। আবারও এক রঞ্জি (Ranji Trophy) ক্রিকেটারের মৃত্যু। আর এবার খেলার মাঝেই মাঠেই লুটিয়ে পড়ে মৃত্যু হল ক্রিকেটারের।
জয়পুরে চলছে এক ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে খেলছিলেন যশ গৌড় (Yash Gaur)। এক সময় যিনি রাজস্থানের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। ম্যাচের মাঝেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: ধারার ব্যাটে ঝড়, রেলকে বেলাইন করে ফাইনালে বাংলার মেয়েরা, ট্রফির স্বপ্ন দেখা শুরু
দিনকয়েক আগেই বাংলার হয়ে এক সময় রঞ্জি ট্রফি খেলা শুভজিতের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল ময়দান। মাত্র ৩৯ বছর বয়সে মারা যান শুভজিৎ। সোনারপুরের নোয়াপাড়ায় নিজের বাসভবনেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শুভজিৎ। বাংলার হয়ে যিনি তিনটি প্রথম শ্রেণির ম্যাচ ও ৪টি লিস্ট এ (ঘরোয়া ওয়ান ডে ম্যাচ) ম্যাচ খেলেছিলেন। যিনি খেলেছিলেন ইউসুফ পাঠান, মুনাফ পটেল, দীপক হুডাদের বিরুদ্ধে। লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বে। তাঁর অকাল প্রয়াণে সিএবি-র পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল।
Former Ranji cricketer, 58, collapses & dies of #HeartAttack on field while playing cricket
— Jayaram (@JayaramKalkur) December 27, 2024
Om Shanti!@awakenindiamov @DeeEternalOpt @yogrishiramdev @mepratap @ICMRDELHI @PMOIndia #CovidVaccines #VaccineDeath #vaccineinjuries #Covishield #Covaxin https://t.co/VunDEHDHxw
যশ গৌড়ও রঞ্জি ট্রফি খেলেছেন। রাজস্থানের হয়ে। জয়পুরে একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলছিলেন তিনি। বুধবার প্রবীণদের একটি ডাবল উইকেট টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন যশ। জয়পুরের কালওয়ার রোডে বিনায়ক ক্রিকেট মাঠে আয়োজিত হয়েছিল টুর্নামেন্টটি।
ম্যাচ চলাকালীনই ৫৮ বছরের যশ আচমকা মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়। তবে শেষরক্ষা করা সম্ভব হয়নি। চিকিৎসকেরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন যশ। আর এক প্রাক্তন রঞ্জি ক্রিকেটার নলিন জৈন সেই সময় মাঠেই ছিলেন। তিনি জানিয়েছেন, বোলিং শেষ করার পর যশ স্কোয়্যার লেগে ফিল্ডিং করছিলেন। আচমকাই তিনি লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: মাঠেই হার্ট অ্যাটাক হয়ে যেত স্টিভ স্মিথের! বক্সিং ডে টেস্টে সেঞ্চুরির পর কী বললেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।