Indian Cricket: মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার সিদ্ধান্ত যশস্বীর, একই পথে হাঁটছেন সূর্যকুমারও? মুখ খুলল মুম্বই বোর্ড
Yashavi Jaiswal: যশস্বী জয়সওয়াল ইতিমধ্যেই নিজের দলবদলের ইচ্ছাপ্রকাশ করে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে এনওসিও চেয়েছেন।

নয়াদিল্লি: বর্তমানে রমরমিয়ে চলছে আইপিএলের মহারণ। এই মেগা টুর্নামেন্টের চলাকালীনই বিরাট ঘোষণা করেন যশস্বী জয়সওয়াল (Yashavi Jaiswal)। ঘরোয়া ক্রিকেটে মুম্বই ছেড়ে পড়শি রাজ্য গোয়ায় পাড়ি দিচ্ছেন ভারতের তরুণ ওপেনার। তাঁর এই বিরাট সিদ্ধান্তে সম্ভবতই শোরগোল পড়ে যায়। এরপরেই এক রিপোর্টে দাবি করা হয় সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) নাকি একই পথ অবলম্বন করতে চলেছেন।
১১ বছর বয়সে উত্তরপ্রদেশ থেকে মুম্বইয়ে চলে আসেন যশস্বী। তারপর লড়ই করে মুম্বইয়ের দল এবং তারপর ভারতীয় দলে নিজের জায়গা করে নেন তিনি। যশস্বী মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে পাঠানো মেলে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান। তবে ব্যক্তিগত ইচ্ছা ও কেরিয়ারের কথা মাথায় রেখে যশস্বী জানান যে তিনি দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন এবং এর জন্য তিনি মুম্বই অ্যাসোসিয়েশনের কাছে এনওসি চান। ২০২৫-২৬ ঘরোয়া মরশুম থেকে যশস্বীকে মুম্বইয়ের বদলে ঘরোয়া ক্রিকেটে গোয়ার হয়ে খেলতে দেখা যাবে। অর্জুন তেন্ডুলকর, সিদ্ধেশ লাডের মতো মুম্বই প্রাক্তনীদের পথই অবলম্বন করলেন তিনি।
এরপরেই শোনা যায় ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমারও একই পথে গোয়ায় যোগ দিতে পারেন। এই খবর অবশ্য পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন অভয় হড়প বলেন, 'সোশ্যাল মিডিয়ায় সূর্যকুমারের মুম্বই ছেড়ে গোয়ার হয়ে খেলার যে গুজব ছড়িয়েছে, সেই বিষয়ে আমরা অবগত। এমসিএ আধিকারিকরা আজ সকালেই সূর্যর সঙ্গে কথা বলেছেন এবং আমরা নিশ্চিত করতে পারি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এক গুজব এবং সম্পূর্ণ মিথ্যে। সূর্যকুমার মুম্বইয়ের হয়ে খেলতে পারায় গর্ববোধ করেন। আমরা সকলকে অনুরোধ করব এমন ভুলভাল গুজব না ছড়িয়ে আমাদের ক্রিকেটারদের পাশে থাকুন।'
সূর্যকুমারও নিজের সোশ্যাল মিডিয়ায় তাঁর দলবদলের গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়ে কড়া ভাষায় লেখেন, 'সাংবাদিকতা কর না স্ক্রিপ্ট লেখ? এবার থেকে হাসতে হলে আমি কমেডি সিনেমা দেখা ছেড়ে বরং এইসব রিপোর্টগুলি পড়ব। একদম ফালতু।'
২০২৭ বিশ্বকাপ খেলবেন কোহলি?
২০২৭ সালের বিশ্বকাপ জিততে চান বিরাট কোহলি (Virat Kohli)। অর্থাৎ বছর দু'য়েক পরের আইসিসি মেগাইভেন্টে ফের একবার তাঁকে খেলতে দেখা যেতে চলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই রোহিত শর্মা ও বিরাট কোহলি, দুই সিনিয়র ক্রিকেটারের অবসর নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছিল। তবে ফাইনালের পরেই বিরাট ও রোহিতকে এক ভাইরাল ভিডিওতে ক্যামেরা লক্ষ্য করে বলতে শোনা যায় যে তাঁরা অবসর নিচ্ছেন না।
তাহলে কি তাঁরা পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপ খেলবেন? সকলের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। রোহিত এ বিষয়ে কিছু না বললেও, কোহলি যে ২০২৭ পূর্বাভাস কিন্তু তেমনই। কোহলিকে সম্প্রতি এক ইভেন্টে প্রশ্ন করা হয় তাঁর পরবর্তী লক্ষ্য কী? সেই প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'পরবর্তী বড় লক্ষ্যটা সত্যি বলতে আমি জানি না। হয়তো পরবর্তী বিশ্বকাপ জেতার প্রচেষ্টা করা।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
