Fifa World Cup: মরক্কো ম্যাচেও প্রথম একাদশে জায়গা হল না রোনাল্ডোর
Portugal vs Morocco: এর আগে স্যুইৎজারল্যান্ডের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচেও প্রথম থেকে একাদশে ছিলেন না রোনাল্ডো। পরে তাঁকে পরিবর্ত হিসেবে নামিয়েছিলেন স্যান্তোস।
দোহা: একটা আশঙ্কা ছিলই। আর সেটাই সত্যি হল। স্যুইৎজারল্যান্ড ম্যাচের পর এবার মরক্কোর বিরুদ্ধে ম্যাচেও প্রথম একাদশে জায়গা হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। খেলার শুরুতেই রিজার্ভেই থাকবেন তিনি। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচের পরই কোচ স্যান্তোসের সঙ্গে রোনাল্ডোর সম্পর্ক যে কিছুটা খারাপ হয়েছে, তার একটা আঁচ পাওয়া গিয়েছিল। এরপরই শাকিরিদের বিরুদ্ধে প্রথম একাদশে তাঁকে না রেখে রামোসকে নামিয়েছিলেন। যিনি আবার বিশ্বকাপের মঞ্চে প্রথমবার নেমেই হ্যাটট্রিক করেছেন। তাঁকেই ফের একবার স্ট্রাইকিং লাইনে রেখে দল সাজালেন পর্তুগিজ কোচ। সুইস ম্যাচের একাদশই ধরে রেখেছেন তিনি।
রোনাল্ডোকে যে প্রথম একাদশে রাখা হবে না তার আভাস আগেই দিয়েছিলেন কোচ স্যান্তোস। তিনি বলেন, ''ম্যাচের আগে আমাদের কথা হয়েছিল। প্রথম একাদশের বাইরে থাকা সব ফুটবলারের সঙ্গে কথা বলে তাঁদেরকে বেঞ্চে রাখি তা নয়, কিন্তু রোনাল্ডো দলের অধিনায়ক। তাই ম্যাচের আগে ওকে ডেকে আমার পরিকল্পনার কথা বলেছিলাম। প্রথমে ওর খারাপ লেগেছিল। কিন্তু পরে দলের স্বার্থে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি।''
এর আগে খবর ছড়িয়েছিল যে পর্তুগাল স্কোয়াড ছেড়ে বেরিয়ে যেতে পারেন রোনাল্ডো। কিন্তু সেই খবরও যে ভুলো তাও জানিয়েছেন স্যান্তোস। তিনি বলেন, ''এই খবরের কোনও সত্যতা নেই। রোনাল্ডো কখনওই পর্তুগাল স্কেয়াাড ছেড়ে চলে যাওয়ার কথা বলেনি। এই বিষয়ে আমি নিশ্চয়তা দিতে পারি।''
কাতার বিশ্বকাপের তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছে পর্তুগাল ও মরক্কো (Portugal vs Morocco)। প্রথম দলটি যেমন রোনাল্ডো ছাড়াও প্রতি ম্য়াচে ক্রমেই জ্বলে উঠছে। দ্বিতীয় দলটি এবারে বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটিয়ে চলেছে। গ্রুপ পর্বে বেলজিয়ামের পর প্রি কোয়ার্টার ফাইনালে স্পেনের মত দলকে হারিয়ে দিয়েছে। আজ রোনাল্ডো খেলুক না খেলুক, হাকিমির দল যে পর্তুগালকে বেগ দেবে তা বলাই বাহুল্য। কিন্তু তার আগে দেখে নেওয়া যাক মুখোমুখি মহারণে কে এগিয়ে -
এখনও পর্যন্ত মোট ২ বার মুখোমুখি হয়েছে পর্তুগাল ও মরক্কো। ১৯৮৬ সালে বিশ্বকাপের মঞ্চে সেই ম্যাচে ৩-১ গোলে পর্তুগালকে হারিয়ে দেয় মরক্কো। ২০১৮ সালে দ্বিতীয়বার বিশ্বকাপের মঞ্চেই দেখা হয়েছিল ২ দলের। সেই ম্যাচে যদিও ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় রোনাল্ডো বাহিনী। মরক্কো মোট ৩টি গোল করেছে ও পর্তুগাল মোট ২টি গোল করেছে মুখোমুখি মহারণে।