এক্সপ্লোর
Advertisement
আইপিএলে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন, বিস্ফোরক অভিযোগ ড্যারেন স্যামির
পাশাপাশি তিনি এ-ও অভিযোগ করেছেন যে, শ্রীলঙ্কার পেসার থিসারা পেরেরাও কটাক্ষের শিকার হতে হয়েছে।
নয়াদিল্লি: ভারতে আইপিএল খেলার সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন অধিনায়ক ড্যারেন স্যামি।
আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনায় উত্তাল গোটা বিশ্ব। প্রতিবাদে সরব ক্রীড়া দুনিয়াও। ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল জানিয়েছিলেন, শুধু ফুটবলারই নয়, ক্রিকেটারদেরও বর্ণবৈষম্যের শিকার হতে হয়। মুখ খুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ডোড্ডা গণেশও। জানিয়েছিলেন, গায়ের রংয়ের জন্য কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। এবার ক্ষোভ উগরে দিলেন স্যামি। জানালেন, আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় গ্যালারি থেকে ভেসে আসত বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। পাশাপাশি তিনি এ-ও অভিযোগ করেছেন যে, শ্রীলঙ্কার পেসার থিসারা পেরেরাও কটাক্ষের শিকার হতে হয়েছে। মূলত হিন্দি ভাষায় কটাক্ষ করায় সেই শব্দের সঠিক মানে বুঝতে পারতেন না তাঁরা। তবে শনিবার তার অর্থ জানতে পেরেছেন স্যামি। আর তারপরই ব্যাপারটা প্রকাশ্যে আনেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক স্যামি সোশ্যাল মিডিয়ায় জানান, খেলার মাঠে তাঁকে উদ্দেশ্য করে উড়ে আসত ‘কালু’ শব্দটি। প্রথমে তিনি ভাবতেন, হয়তো শক্তিশালী কৃষ্ণাঙ্গ হিসেবে তাঁকে এমনটা বলা হয়। তবে শনিবার তিনি জানতে পারেন, আসলে তাঁকে ও পেরেরাকে ‘বিদ্রুপ’ করার জন্যই এমন বর্ণবৈষম্যমূলক শব্দের ব্যবহার করা হতো।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement