এক্সপ্লোর
মোহনবাগানকে ট্রফির আশ্বাস ডাফির

কলকাতা: কলকাতা লিগে মোহনবাগানের সবচেয়ে বড় চমক হতে চলেছেন ডারেল ডাফি। সোমবার সকালে কলকাতায় পৌঁছানোর পর স্কটিশ স্ট্রাইকারের গলায় কলকাতা লিগ নয়, নজর আইলিগ-ফেড কাপে। মঙ্গলবার থেকেই অনুশীলনে নামবেন স্কটিশ স্ট্রাইকার। সালগাঁওকরের জার্সিতে ২০১৩-১৪ সালে আইলিগে টপ স্কোরার। গত মরসুমে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আইলিগে। গোয়ার ক্লাবে একের পর সাফল্যের পর এবার স্কটিশ স্ট্রাইকার ডারেল ডাফির নতুন ডেস্টিনেশন মোহনবাগান। কলকাতার বড় ক্লাবের চাপ নিতে তিনি প্রস্তুত। দাবি স্কটিশ স্ট্রাইকারের। কলকাতা লিগে মোহনবাগানের বড় ভরসা হতে চলা ডাফির টার্গেট অবশ্য, জাতীয় টুর্নামেন্টে ফের মোহনবাগানকে ভারতসেরা করাই। কর্নেল গ্লেনের জায়গায় বাগানে এসেছেন স্কটিশ স্ট্রাইকার। সোনি নর্ডির সঙ্গে তাঁর জুটি বেঁধে বাগানকে ট্রফি এনে দেওয়াই লক্ষ্য ডাফির। সোমবার সকালে সপরিবারে কলকাতায় পৌঁছানোর পর আপাতত বিশ্রাম। মঙ্গলবার থেকেই সবুজমেরুন জার্সিতে প্রস্তুতিতে নামবেন ডাফি। সোয়ানসি সিটির এই প্রাক্তন স্ট্রাইকারের দাবি, মানিয়ে নিতে লাগবে মাত্র ৩ সপ্তাহ।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















