এক্সপ্লোর
Advertisement
চলতি বছরে একদিনের ম্যাচে সাতটি সেঞ্চুরি করে সৌরভকে ছুঁলেন ওয়ার্নার
মেলবোর্ন: শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৮ বলে ১৫৬ রানের চোখধাঁধানো ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে জেতানোর পাশাপাশি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ডও ছুঁলেন ডেভিড ওয়ার্নার। ২০০০ সালে একদিনের ম্যাচে সাতটি শতরান করেছিলেন সৌরভ। এ বছর সমসংখ্যক শতরান করে ফেললেন ওয়ার্নার। এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে শুধু সচিন তেন্ডুলকর। ১৯৯৮ সালে একদিনের ম্যাচে ৯টি শতরান করেছিলেন সচিন।
এ বছরের শুরু থেকেই অসাধারণ ফর্মে আছেন ওয়ার্নার। গত মঙ্গলবার ক্যানবেরায় ১১৫ রান করেন তিনি। এরপর শুক্রবারও শতরান করে দলকে জেতালেন এই ওপেনার। তাঁর অনবদ্য ইনিংসের সুবাদে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৬৪ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪৭ রানেই অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ১১৭ রানে ম্যাচ জিতে গেল অস্ট্রেলিয়া। ওয়ার্নাররা সিরিজের তিনটি ম্যাচেই জয় পেলেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement