IND vs ZIM: দলের সিরিজ জয়ের সঙ্গে জিম্বাবোয়ে সফরে অনন্য বিশ্বরেকর্ডেরও মালিক হুডা
Deepak Hooda Record: আর এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দীপক হুডা (Deepak Hooda)। গতকাল ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই যিনি নিজেও ব্যক্তিগত এক বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন।
হারারে: জিম্বাবোয়ে সফরে গতকাল দ্বিতীয় ওয়ান ডে (One Day) ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গেই সিরিজেও জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল (Indian Cricket Tean)। কে এল রাহুলের (K L Rahul) নেতৃত্বে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে এই মুহূর্তে টিম ইন্ডিয়া। আর এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দীপক হুডা (Deepak Hooda)। গতকাল ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গেই যিনি নিজেও ব্যক্তিগত এক বিশ্বরেকর্ডের মালিক হয়েছেন।
কোন বিশ্বরেকর্ড গড়েছেন হুডা?
জাতীয় দলে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত একটি ম্যাচেও হারতে হয়নি হুডাকে। ভারতের জার্সিতে টানা ১৬ ম্যাচে খেলেছেন হুডা, আর এই ১৬টি ম্যাচেই ভারত জয় ছিনিয়ে নিয়েছে। গত ফ্রেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কর্ণাটকের এই ক্রিকেটারের। আর এরপর থেকে মোট ৭টি ওয়ান ডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
২৭ বছরের হুডা আন্তর্জাতিক ক্রিকেটে রোমানিয়ার স্ট্যাভিক নাদিগোটলার রেকর্ড ভেঙে দিলেন। তিনি ১৫টি ম্যাচে টানা জয় পেয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে। এছাড়াও প্রোটিয়া তারকা ডেভিড মিলার অভিষেকের পর টানা ১৩ ম্যাচে জয় পেয়েছিলেন।
দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও জয় ভারতের
সিরিজের প্রথম ম্যাচের মতোই এই ম্যাচেও টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক কেএল রাহুল। আগের ম্যাচের মতোই ভারতীয় বোলাররা প্রথম ইনিংসে দাপট দেখাল। মাত্র ১৬১ রানে গুটিয়ে দিল জিম্বাবোয়ের ব্যাটিং ইনিংস।
গত ম্য়াচে ব্যাট করার সুযোগই পাননি, তাই এদিন ম্যাচ প্র্যাক্টিসের জন্য গিলের বদলে ওপেন করতে নামেন দলের অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। তবে চোট আঘাত সারিয়ে দীর্ঘ সময় পরে রাহুলের কামব্যাকটা ব্যাট হাতে খুব মধুর হল না। মাত্র এক রানে এলবিডব্লু হন তিনি। গত ম্যাচের দুই হিরো শিখর ও গিল, উভয়েই শুরুটা ভাল করেছিলেন বটে। তবে দুইজনেই ৩৩ রানে সাজঘরে ফেরেন। ঈশান কিষাণও ব্যর্থ। তিনি ছয় রান করেন। মাঝে পরপর উইকেট হারিয়ে ক্ষণিকের জন্য ভারত একটু চাপে পড়েছিল বটে, তবে দীপক হুডা ও সঞ্জু স্যামসন ইনিংস সামলে নেন। হুডা অবশ্য ২৫ রানে আউট হয়ে যান। তবে স্যামসন শেষ পর্যন্ত টিকে থেকে দলকে ম্যাচ জিতিয়েই ফেরেন। তিনি ৪৩ রানে অপরাজিত থাকেন। ১৪৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় ভারত।