এক্সপ্লোর
পাকিস্তানকে ২০৩ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফের একটা অসাধারণ পারফর্ম্যান্স ভারতের। আর সেই পারফর্ম্যান্সের জোরেই পাকিস্তানকে সেমিফাইনালে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠে গেল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া। ২০৩ রানের ব্যবধানে পাকিস্তানকে দুরমুশ করে আজকের জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আজকের জয়ের ফলে এই বিশ্বকাপে ভারত তার চিরশত্রুকে এই নিয়ে পঞ্চমবারের জন্যে হারাল। শনিবার বিশ্বকাপের ফাইনাল। আজকের ম্যাচের শুরু থেকেই ভারত ছিল চালকের আসন। তরুণ ব্যাটিং সেন্সেশন শুভমন গিলের শতরান ভারতকে নিরাপদ স্কোর এনে দেয়। ২৭২/৯ করে ভারত পাকিস্তানের সামনে ২৭৩ রানের লক্ষ্যমাত্রা রাখে। রানের পাহাড়ের সামনে শুরু থেকেই নড়বড়ে ছিল পাকিস্তান। পাক ইনিংসের শুরুতেই ৪ উইকেট নিয়ে প্রতিপক্ষের টপঅর্ডার গুঁড়িয়ে দেন বাংলার ঈশান। মাত্র ৬৯ রানে অলআউট হয়ে থেমে যায় পাকিস্তান। এখনও পর্যন্ত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এটা পাকিস্তানের করা সবচেয়ে খারাপ স্কোর। পাক ব্যাটসম্যানদের শেষ করে দিয়েছে ঈশান পোড়েলের ফাস্ট বোলিং। ম্যাচ থেকে চারটি উইকেট তুলে নেন ঈশান। একটি করে উইকেট তোলেন স্পিনার রিয়ান পরাগ, শিবা সিংহ। এদিকে এই ম্যাচে জয়ের অন্যতম কারিগর ব্যাট হাতে সেঞ্চুরি করা শুভমন গিলকে মাত্র ৪৮ ঘণ্টা আগেই কলকাতা নাইট রাইডার্স ১.৮ কোটি টাকার বিনিময় কিনে নিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















