এক্সপ্লোর
গম্ভীরের বিরুদ্ধে পরোয়ানা দিল্লির আদালতের

নয়াদিল্লি: সদ্য সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়া গৌতম গম্ভীর এবার আইনি লড়াইয়ে জড়িয়ে পড়লেন। তিনি এমন একটি রিয়েল এস্টেট সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন, সেই সংস্থার বিরুদ্ধে প্রতারণা, টাকা আত্মসাৎ ও চক্রান্তের অভিযোগ উঠেছে। ওই সংস্থাটি গম্ভীরের নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের প্রলুদ্ধ করে ইন্দিরাপুরমের একটি প্রকল্পের জন্য কয়েক কোটি টাকা সংগ্রহ করেছিল। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করেনি ওই সংস্থাটি। ফলে ওই সংস্থার ডিরেক্টর মুকেশ খুরানা ও গম্ভীর বিপাকে পড়ে গিয়েছেন। গম্ভীর নিজেকে এই মামলা থেকে আড়াল করার চেষ্টা করেন। কিন্তু সাকেত আদালত তাঁর আর্জি খারিজ করে দিয়ে হাজিরা না দেওয়ার দায়ে পরোয়ানা জারি করেছে। সম্প্রতি অবসর গ্রহণ করেছেন গম্ভীর। দিল্লির হয়ে শেষ রঞ্জি ম্যাচে তিনি ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে শতরান করে খেলা ছেড়েছেন এই বাঁ হাতি। কিন্তু এবার তিনি সমস্যায় পড়ে গিয়েছেন।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















