আমার হেলিকপ্টার শট পছন্দ হয়েছে ধোনির: হার্দিক
চলতি আইপিএলে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন হার্দিক পাণ্ড্য। ন’টি ম্যাচে ১৯৪.৬৪ গড়ে ২১৮ রান করেছেন।
নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির পরিচিত হেলিকপ্টার শট ভালই অনুকরণ করতে পারেন হার্দিক পাণ্ড্য। অল-রাউন্ডার নিজেই জানালেন, তাঁর শট মারার ধরন বেশ পছন্দ করেন মাহি। চলতি আইপিএলে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন হার্দিক পাণ্ড্য। ন’টি ম্যাচে ১৯৪.৬৪ গড়ে ২১৮ রান করেছেন। গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫ বলে ৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হার্দিক। যার দৌলতে মুম্বই ইন্ডিয়ান্স ১৬৮ রান তোলে এবং দিল্লিকে ৫০ রানে হারিয়ে দেয়। ওই ইনিংসে হার্দিক মারেন ২টি চার ও তিনটি ছক্কা। যার মধ্যে ছিল একটি ধোনি-খ্যাত হেলিকপ্টার শট। এই প্রথম নয় অবশ্য। এর আগে, ওয়াংখেড়েতে ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচে মাহির সামনেই হেলিকপ্টার শট মারেন হার্দিক। হার্দিকের দাবি, তিনি নেটে এই শট নিয়ে অনেক অনুশীলন করেছেন। ২৫ বছর বয়সী অল-রাউন্ডার বলেন, ম্যাচের পর তিনি ধোনির ঘরে গিয়ে নিজের শট সম্পর্কে ধোনির মতামত জানতে চান। তাতে ধোনি জানান, হার্দিকের হেলিকপ্টার শট তাঁর ভাল লেগেছে।