Live Updates: সুসম্পর্ক ছিল দু’জনের, ফিদেল কাস্ত্রোর প্রয়াণের দিনেই চলে গেলেন মারাদোনা
Diego Maradona was the best player of last century. | মারাদোনার প্রয়াণের খবরে শোকাহত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
LIVE
Background
বুয়েনস আইরেস: বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার দিয়েগো মারাদোনার প্রয়াণ। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত গত শতাব্দীর সেরা ফুটবলার। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মারাদোনার প্রয়াণের খবরে শোকাহত সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
১৯৮৬ সালে প্রায় একক দক্ষতায় আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানো মারাদোনা বরাবরই বর্ণময় চরিত্র। একইসঙ্গে তিনি বিতর্কিতও বটে। তাঁর ‘হ্যান্ড অফ গড’ গোল নিয়ে আজও বিশ্বজুড়ে চর্চা চলে। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ক্লাবের হয়েও নিজের ফুটবল দক্ষতার পরিচয় দেন মারাদোনা। বিশেষ করে ইতালির নাপোলি ক্লাবকে তিনি যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, সারা বিশ্বে তার তুলনা মেলা ভার। বার্সেলোনা, বোকা জুনিয়র্সের মতো ক্লাবের হয়েও অসাধারণ খেলেন মারাদোনা।
জানতেন? মারাদোনার অন্তত ১১টি সন্তান
তবে আইনি মতে তাঁর সন্তান মাত্র দুটি। একবার তিনি বলেন, তাঁর শুধু দুটি বৈধ সন্তান, বাকি সব তাঁর অর্থ ও ভুলের ফসল।
চলে গেলেন রাজপুত্র: ফিরে দেখা দিয়েগো মারাদোনার প্রবাদপ্রতিম ফুটবল জীবনকে
বার্সেলোনার জার্সিতে দিয়েগো মারাদোনা, ফ্রেন্ডলি ম্যাচ খেলছেন প্যারিস সেন্ট জার্মেইনের বিরুদ্ধে। ১৯৮২-র ছবি। (ছবি: জোয়েল রবিন/এএফপি)