(Source: ECI/ABP News/ABP Majha)
ভারত-পাক ম্যাচ: আমার কথাটাই বোঝেননি কপিল, বললেন শোয়েব
"আমি ইমরানের থেকে ভারতকে বেশি ভাল করে চিনি.."
নয়াদিল্লি: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের প্রস্তাবকে কপিল দেব খারিজ করে দেওয়ার পর শোয়েব আখতার জানালেন, তাঁর কথা বুঝতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক। প্রাক্তন পাক পেসারের মতে, করোনাভাইরাসের ফলে যে আর্থিক মন্দা আগামী দিনে গ্রাস করতে চলেছে, তাতে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্য়াচ হলে, একটা আয়ের রাস্তা বের হবে। শোয়েবের ভারত-পাক ম্যাচের প্রস্তাবের প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক মন্তব্য করেছিলেন, আমাদের টাকা আছে। অর্থের জন্য পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলার প্রয়োজন নেই।
রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, আমি কি বলতে চেয়েছিলাম, কপিল ভাই তা বুঝতে পেরেছেন বলে আমার মনে হয় না। সকলেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এটাই সময় যেখানে আমাদের উচিত নিজেদের মাথাকে এক করে অর্থ উপার্জন করা। আমি বৃহত্তর দৃষ্টিভঙ্গি, আর্থিক সংস্কারের কথা বলছি। যদি বিশ্বব্যাপী দর্শকরা একটা ম্যাচ নিয়ে মেতে থাকে,তাহলে অচিরেই সেই ম্যাচ আয়ের উৎস হবে। শোয়েব যোগ করেন, কপিল বলেছেন, ওনার অর্থের প্রয়োজন নেই। আমিও মানি, ওনার প্রয়োজন নেই। কিন্তু, অন্যদের রয়েছে। আমার মনে হয়, আমার প্রস্তাব নিয়ে শীঘ্রই বিবেচনা করা হবে।
আখতার মনে করেন, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রীর তুলনায় তিনি বেশি ভাল করে ভারতকে চেনেন ও বোঝেন। বলেন, আমি ইমরানের থেকে ভারতকে বেশি ভাল করে চিনি। আমি ভারতের বহু জায়গায় গিয়েছি। সেখানে মানুষের সঙ্গে কথা বলেছি। আমি সর্বদা সকলকে ভারতের কথা বলি। আমাদের দেশে প্রচুর দারিদ্র্য রয়েছে। মানুষের কষ্ট দেখে আমার দুঃখ হয়। মানুষ হিসেবে আমার দায়িত্ব যথাসম্ভব সাহায্য করার। প্রাক্তন পেসার যোগ করেন, তিনি ভারত থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন এবং দুদেশের সুসম্পর্ক দেখতে চান। তাঁর মতে, এখনই সেই সময় যখন দুদেশের একে অপরের হাত ধরা উচিত।