এক্সপ্লোর
Advertisement
ফাইনালের জন্য আলাদা পরিকল্পনার দরকার নেই, মত বিরাটের
বার্মিংহাম: ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই হলেও, দলের খেলায় কোনও বদল আনার পক্ষপাতী নন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর মতে, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল যেভাবে খেলছে, ফাইনালেও সেভাবেই খেলতে চায়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘এখনও পর্যন্ত আমরা যে ধরনের ক্রিকেট খেলে এসেছি, ফাইনালেও সেভাবেই খেলতে চাই। পাকিস্তানের শক্তি ও দুর্বলতা আমরা জানি। সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। তবে আমাদের দলে কোনও বদলের দরকার নেই। আমাদের দল যেভাবে খেলছে সেটা ঠিকই আছে। আমাদের দক্ষতা অনুযায়ী খেলতে হবে এবং নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে। দলের জন্য ভাল খেলতে হবে।’
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছিল ভারত। ফাইনালে ফের মুখোমুখি হচ্ছে দু দল। সেমি-ফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। তবে এই জয় পাওয়ায় ফাইনালের আগে ভারত এগিয়ে আছে বলে মানতে নারাজ বিরাট। তাঁর মতে, খেলার আগে কোনও দলকে জয়ী বলা যায় না। ক্রিকেট ম্যাচে অনেক সময়ই অপ্রত্যাশিত ফল হতে পারে। ভারত ভাল খেলেই ফাইনালে উঠেছে। দল ৯ উইকেটে জয় পেল না এক উইকেটে জিতল, সেটা গুরুত্বপূর্ণ নয়। ভাল খেলাই আসল। ফাইনালেও সেভাবেই খেলতে হবে।
প্রথম ম্যাচে হারের পরেও ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছনোয় পাকিস্তানের প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, ফাইনালে উঠতে গেলে ভাল খেলতে হয়। শক্তিশালী দলগুলিকে হারিয়েছে পাকিস্তান। ফলে ফাইনালে কঠিন লড়াই হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement