এক্সপ্লোর
Advertisement
কুম্বলের প্রশংসা, ক্যারিবিয়ান সফরে বিরাটদের বেশি রান চান না ওয়ালশ
সেন্ট কিটস: অনিল কুম্বলেকে ভারতীয় দলের প্রধান কোচ করার সিদ্ধান্তের প্রশংসা করছেন, ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলিকে বর্তমানে অন্যতম সেরা ব্যাটসম্যানও বলছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেসার কোর্টনি ওয়ালশ। তবে তিনি এবারের ক্যারিবিয়ান সফরে কোহলিদের ব্যাটে রানের খরাই দেখতে চাইছেন। এই সফরে ভারতীয় দলের ভাল পারফরম্যান্স দেখতে চান না ওয়ালশ।
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ওয়ালশ বর্তমানে জাতীয় দলের নির্বাচক। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ দেখতে হাজির ছিলেন ওয়ালশ। ভারতীয় দলের কোচের সঙ্গে তিনি নৈশভোজেও গিয়েছিলেন।
কুম্বলের প্রশংসা করে প্রাক্তন ক্যারিবিয়ান পেসার বলেছেন, ভারতের টেস্ট দলের প্রাক্তন অধিনায়ককে কোচ করা দারুণ পদক্ষেপ। কুম্বলে বরাবরই শ্রদ্ধেয় ব্যক্তি। ও আইসিসি-র সঙ্গেও যুক্ত ছিল। ও সবসময় ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে চাইত। আমার মনে হয় ও ভারতীয় দলকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য সবরকম চেষ্টা করবে। একইসঙ্গে খেলার যাতে উন্নতি হয়, সেই চেষ্টাও করবে কুম্বলে।
নয়ের দশকে বহুবার কুম্বলের বিপক্ষে খেলেছেন ওয়ালশ। দু জনেই খেলা ছেড়েছেন বেশ কিছুদিন হল। তবে এখনও ভারতের প্রাক্তন এই লেগস্পিনারের প্রতি শ্রদ্ধাশীল ওয়ালশ। তিনি বলছেন, ভারতীয় দলের বর্তমান ক্রিকেটাররা কুম্বলের খেলা দেখে বড় হয়েছেন। তাই কুম্বলে সবার শ্রদ্ধা আদায় করে নেবেন। তাছাড়া খেলা ছেড়ে দেওয়ার পরেও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন কুম্বলে। ফলে তিনি খেলার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত।
কোহলির সঙ্গে কুম্বলে যুক্ত হওয়ায় ভারতীয় দলের পারফরম্যান্সের উন্নতি হবে বলেই আশাবাদী ওয়ালশ। তাঁর মতে, মাঠে বিরাটের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবেন কুম্বলে। ভারতের কোচের মতোই অধিনায়কও সবার শ্রদ্ধা আদায় করে নিচ্ছেন। বর্তমানে বিশ্বের সেরা তিন জন ব্যাটসম্যানের একজন কোহলি। তিনি সবসময় সেরা পারফরম্যান্স করতে চান। ফলে এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে ভাল খেলা দেখা যাবে।
কুম্বলে ও কোহলি ছাড়াও মুরলী বিজয়, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা এবং রোহিত শর্মার প্রশংসা করেছেন ওয়ালশ। তাঁর মতে, ভারতের এই ব্যাটসম্যানরা এবারের ক্যারিবিয়ান সফরে ভাল পারফরম্যান্স মুখিয়ে আছেন। যদিও তিনি চান না ভারতীয় ব্যাটসম্যানরা ভাল খেলুন।
টেস্টে ৫১৯টি উইকেট নেওয়া ওয়ালশ স্বীকার করেছেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেট আর আগের মতো গতিময় নেই। তবে তাঁর আশা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ফের দ্রুতগতির পিচ তৈরি হবে। ভারতের পেসারদের নিয়েও আশাবাদী ওয়ালশ। বিশেষ করে ইশান্ত শর্মার প্রশংসা করে তাঁকেই ভারতের বোলিং আক্রমণের নেতা বলেছেন প্রাক্তন ক্যারিবিয়ান পেসার।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement