Dubai Capitals: নাইটদের পর এবার আমিরশাহির লিগের জন্য ১৪ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করল ক্যাপিটালস
Dubai Capitals: আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার জিএমআর গ্রুপই দুবাইয়ের এই দলটিরও কর্ণধার। তবে নতুন লিগের জন্য দিল্লি ক্যাপিটালসে খেলা মাত্র এক ক্রিকেটারকেই দুবাইয়ের দলেও নেওয়া হয়েছে।
নয়াদিল্লি: পরের বছরের শুরুর দিকেই আমিরশাহিতে প্রথম আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি (ILT20) অনুষ্ঠিত হতে চলেছে। এমআই এমিরেটস এবং আবু ধাবি নাইট রাইডার্স এর জন্য আগেই নিজেদের দলের বিদেশি তারকাদের নাম ঘোষণা করেছিল। এবার দুবাই ক্যাপিটালসও (Dubai Capitals) একসঙ্গে ১৪ জন বিদেশি খেলোয়াড়কে সই করানোর কথা জানিয়ে দিল।
দিল্লি ক্যাপিটালসের মাত্র এক খেলোয়াড়
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার জিএমআর গ্রুপই দুবাইয়ের এই দলটিরও কর্ণধার। সেই মতোই ফ্রাঞ্চাইজির নামও দিল্লি ক্যাপিটালসের অনুকরণে। তবে নতুন লিগের জন্য দিল্লি ক্যাপিটালসে খেলা মাত্র এক ক্রিকেটারকেই দুবাইয়ের দলেও নেওয়া হয়েছে। কে তিনি? তিনি আর কেউ নন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার রভম্যান পাওয়েল। দিল্লির হয়ে এ মরসুমের আইপিএলে খেলতে দেখা গিয়েছে তাঁকে। এবার দুবাই ক্যাপিটালসের হয়েও খেলবেন তিনি। রভম্যান ছাড়াও দিল্লি দলে টি-টোয়েন্টি ক্রিকেটের বেশ কিছু পরিচিত মুখও রয়েছে।
সিকন্দর রাজা, মুজিব উর রহমান, ইসুরু উদানার মতো গোটা বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেরানো তারকারও রয়েছেন দুবাইয়ের দলে। দলের ডিরেক্টর কিরণ কুমার গ্রাঁধী দল বলেন, 'বিগত ১৫ বছর ধরে বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর টি-টোয়েন্টি লিগ আইপিএলের অংশ হওয়ার পর, আমাদের মনে হয়েছে বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ার এটাই সেরা সময়। আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টি, যেটি আমিরশাহিতে পরের বছরের জানুয়ারিতে শুরু হবে, সেই লিগ গোটা বিশ্বের তারকাদের নিয়ে তৈরি ক্যাপিটাল ব্র্যান্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জিএমআর গ্রুপের সঠিক সময় বলে মনে হয়েছে। দুবাইয়ের মতো বিশ্বমানের এক শহরে আমাদের দুবাই ক্যাপিটালসের ঘর বানানোর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি।'
Here we are, Dubai Capitals' 𝓒𝓵𝓪𝓼𝓼 𝓸𝓯 2023 🏏🎓
— Dubai Capitals (@Dubai_Capitals) August 18, 2022
And not just that, Shri Kiran Kumar Grandhi, Chairman of Dubai Capitals talks about the idea behind creating a new legacy... 𝐂𝐚𝐩𝐢𝐭𝐚𝐥𝐬 𝐔𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐞 😍
#ILT20 #DubaiCapitals #GMRGroup #GMRSports pic.twitter.com/kMbgTuNuuS
শারজার দলে মঈন, নবি
দুবাই ক্যাপিটালসের পাশাপাশি আরে এই লিগের আরেক ফ্রাঞ্চাইজি শারজা ওয়ারির্য়সের দলও ঘোষণা হয়ে গিয়েছে। এই দলে রয়েছেন নরু আহমেদ, রহমনুল্লাহ গুরবাজ, ডেভিড মালান, ক্রিস ওকস, মহম্মদ নবিরা। উল্লেখযোগ্যভাবে দলে রয়েছেন মঈন আলিও। মঈনকে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের জন্য জোহানেসবার্গ সুপার কিংস সই করেছে। আমিরশাহির লিগের সঙ্গে একই সময়ে এই লিগও চলবে। তাছাড়া মঈনের ওই সময় ইংল্যান্ডের হয়ে সিরিজও রয়েছে। এসব সত্ত্বেও তাঁকে দলে নেওয়ায় অনেকেই ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তে অবাক। প্রসঙ্গত, আমিরশাহির খেলোয়াড়রা পরে এক ড্রাফটের মাধ্যমে বিভিন্ন দলে যোগ দেবেন।
আরও পড়ুন: কেকেআরের হয়ে খেলা দুই নাইটসহ একাধিক তারকাকে আবু ধাবির দলে সই করল নাইট রাইডার্স