'কোনওভাবেই পয়েন্ট খোয়ানো যাবে না', জামশেদপুর ম্য়াচের আগে ছেলেদের কড়া বার্তা কুয়াদ্রাতের
ISL 2024: আইএসএলে কখনও টানা দু’টি ম্যাচে জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার সেই প্রথা ভাঙার সুযোগ লাল-হলুদ শিবিরের সামনে।
কলকাতা: সেরা ছয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ছ’নম্বর জায়গাটা যারা ইতিমধ্যেই দখল করে বসে রয়েছে, সেই জামশেদপুর এফসি-কে (Jamshedpur FC) সরিয়ে তাদের জায়গায় বসতে গেলে বৃহস্পতিবার তাদের মাঠে নেমে তাদের হারাতে হবে লাল-হলুদ শিবিরকে।
বুধবার ইস্পাতনগরীতে পৌঁছে ক্লেটন সিলভাদের কোচ কার্লস কুয়াদ্রাত সাংবাদিকদের বুঝিয়ে দিলেন, ''এই ম্যাচে তিন পয়েন্ট জিতে জামশেদপুরকে টপকে ছ’নম্বর জায়গাটা পেতে তারা কতটা মরিয়া। সাংবাদিকদের তিনি বলেন, জামশেদপুর খুবই কঠিন প্রতিপক্ষ। ওদের খেলার মধ্যে তীব্রতা থাকে। আমরাও ইদানীং ভাল খেলছি। তাই আশা করি ধারাবাহিকতা বজায় রাখতে পারব।''
আইএসএলে কখনও টানা দু’টি ম্যাচে জিততে পারেনি ইস্টবেঙ্গল এফসি। বৃহস্পতিবার সেই প্রথা ভাঙার সুযোগ লাল-হলুদ শিবিরের সামনে। তাই কোচ মেনে নিলেন, এই ম্যাচ তাদের কাছে কঠিন চ্যালেঞ্জ। বলেন, ''কাল তিন পয়েন্ট পাওয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আইএসএলে ইস্টবেঙ্গল কখনও পরপর দুটো ম্যাচে জেতেনি। তাই এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তবে আমাদের খেলোয়াড়দের ফোকাস বজায় রয়েছে। ওরা ম্যাচটা জিততে চায়। আমরা কাল তিন পয়েন্টের জন্য লড়াই করব।''
জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র দিয়ে চলতি আইএসএল শুরু করে ইস্টবেঙ্গল। জানুয়ারিতে সুপার কাপ সেমিফাইনালে তাদের হারিয়েই ফাইনালে ওঠে কুয়াদ্রাতের দল। এ বার তাদের হারিয়ে আইএসএলের সেরা ছয়ে ঢুকে পড়ার সুযোগ তাদের সামনে। চলতি মরশুমে একাধিকবার ইস্পাতনগরীর দলের বিরুদ্ধে মাঠে নামার অভিজ্ঞতা রয়েছে কুয়াদ্রাতের।
সেই অভিজ্ঞতা থেকেই কোচ বলেন, “ফুটবল নির্ভর করে গতিশীলতার ওপর। কোনও দল জয়ে ফেরার পর তারা আশাবাদী হয়ে ওঠে এবং ফর্মে ফিরে আসে। পরপর দুটো ম্যাচে জয় পেলে বা অপরাজিত থাকলে ছন্দে ফেরা সহজ হয়ে যায়। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ওরা (জামশেদপুর এফসি) প্রথমার্ধে মোটেই ভাল খেলতে পারেনি। মুম্বই অনেক ভাল খেলেছিল প্রথম ৪৫ মিনিটে। অনেক গোলের সুযোগ তৈরি করে ওরা। কিন্তু দ্বিতীয়ার্ধে ওরা দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়ায় ও তিনটে গোল করে। সে জন্য দলটার প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল।''
ম্যাচটা যে কঠিন হতে চলেছে, এই ব্যাপারে নিশ্চিত কোচ বলেন, ''এই ম্যাচটা আমাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। আমাদের মতো ওরাও প্লে অফে যাওয়ার দৌড়ে আছে। জামশেদপুরকে আমরাই শেষ হারিয়েছি (সুপার কাপ সেমিফাইনালে)। তার পর থেকে ওদের কেউ হারাতে পারেনি। ওরা অপরাজিত রয়েছে। ওদের আমরা আবার হারাতে চাই এই ম্যাচে।'' --- তথ্য সংগ্রহ: আইএসএল