FIFA World Cup: বেজে গিয়েছে ফুটবল বিশ্বকাপের দামামা, প্রকাশ্যে কাতার বিশ্বকাপের অফিশিয়াল ঘড়ি
FIFA World Cup 2022: আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল (World Cup Football)। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা।
দোহা: ফুটবল বিশ্বকাপের দামামা প্রায় বেজেই গিয়েছে। ইতিমধ্যেই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের বিভিন্ন ম্যাচ চলছে। ইউক্রেন যেখানে ছিটকে গিয়েছে। সেখানে প্রায় ৬৪ বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে গ্যারেথ বেলের ওয়েলস। আর কতদিন বাকি বিশ্বকাপের, আর কতক্ষণ পরে কাতার বিশ্বকাপের প্রথম ম্য়াচের বাঁশি বাজবে, তা জানার জন্য এবার একটি ঘড়ি প্রদর্শিত করা হচ্ছে দোহায়।
ফিফা বিশ্বকাপের লোগোর মধ্যে মাস, দিন, ঘণ্টা, মিনিট, সেকেন্ড প্রদর্শিত একটি আধুনিক ঘড়ি রয়েছে। দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে প্রতিনিয়ত। সেই ঘড়িটি উন্মােচন করেছে বিশ্ববিখ্যাত ঘড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাভলট।
কাতারের রাজধানী দোহার ব্যস্ততম পর্যটনের স্থান আল কর্নিশ। এখানে ফিফা ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে প্রতিদিন ঘুরতে আসা পর্যটকদের মনে উৎসবের আমেজ যোগাতে ফিফা লোগো সম্বলিত স্ক্রিনে ঘড়ি স্থাপন করা হয়েছে, যা এখন বেড়াতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ ফুটবল। সাধারণত বছরের মাঝামাঝি সময়ে হয় এই প্রতিযোগিতা। কিন্তু কাতারের উষ্ণ আবহাওয়ার কারণে এবার শীতকালে হচ্ছে বিশ্বকাপ। প্রথম ম্যাচে সেনেগালের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। অন্যদিকে ইকুয়েডরের মুখোমুখি হবে কাতার। ইংল্যান্ডও প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে খেলতে নামবে। একদিনে চারটে করে ম্যাচ হবে। ১২ দিন ধরে গ্রুপ পর্বের ম্যাচ চলবে।
কাতার বিশ্বকাপে ফিরছে জিদানের ঢুঁসো
জিনেদিন জিদানের ঢুঁসো ফিরছে কাতার বিশ্বকাপে। আসলে একটি মূর্তি বানানো হয়েছে। যা দেখলে মনে হবে অবিকল সেই ঢুঁসোর রেপ্লিকা। সেই বিতর্কিত মূর্তিটি ৫ মিটার উচ্চতার। প্রায় ১৬ ফুট উচ্চতার সেই মূর্তিটি এর আগে ২০১৩ সালে দোহা সমুদ্রতীরে চার সপ্তাহের কম সময় ধরে রাখা হয়েছিল। কিন্তু পরে ইসলামিক নিয়ম লঙ্ঘিত হচ্ছে, এই দাবি তুলে তা সরিয়ে দেওয়া হয়। এবার কাতার ফুটবল বিশ্বকাপে তা সেই মূর্তিটি প্রদর্শনের ভাবনা চিন্তা করা হয়েছে। কাতার মিউজিয়ামের প্রধান শেখা আল মায়াসা জানিয়েছেন যে সেই মূর্তিটি এখন দােহার আন্তর্জাতিক ক্রীড়া জাদুঘরে রয়েছে। আগামী ২১ নভেম্বর থেকে ফুটবল বিশ্বকাপ শুরু। সেই সময়ই সেই মূর্তিটি প্রদর্শন শুরু হবে।''