এক্সপ্লোর
জঙ্গি হামলার জেরে বাংলাদেশ সফর বাতিলের ভাবনা ইংল্যান্ড ক্রিকেট দলের

কার্ডিফ: ঢাকার গুলশনে একটি রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলায় ২০ জনের নিহত হওয়ার প্রভাব পড়তে পারে ক্রিকেট মাঠে। প্রস্তাবিত বাংলাদেশ সফর বাতিল করার পথে হাঁটতে পারে ইংল্যান্ড। সেদেশের ক্রিকেট বোর্ড এমনই ইঙ্গিত দিয়েছে। ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছনোর কথা ইংল্যান্ড দলের। এক মাসের এই সফরে তিনটি একদিনের ম্যাচ এবং দুটি টেস্ট খেলার কথা রয়েছে অ্যালেস্টেয়ার কুকদের। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র বলেছেন, দল বাংলাদেশ সফরে যাওয়ার আগে বোর্ড বা সরকার যদি নিরাপত্তাব্যবস্থায় সন্তুষ্ট না হয়, তাহলে সফর বাতিল করা হবে। বিদেশ সফরে যাওয়া খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে এখনই বাংলাদেশ সফর বাতিলের কথা বলছে না ইংল্যান্ড। আগামী কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হবে। বিদেশ দফতর এবং কমনওয়েলথের সঙ্গে যোগাযোগ রাখবে বোর্ড। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















