একবছর পিছিয়ে গেল ইউরো কাপ, কোপা, অপরিবর্তিত অলিম্পিক সূচি
করোনা আতঙ্কে কোপ ফুটবল ক্রীড়াসূচিতে।
নয়াদিল্লি: করোনা আতঙ্কে কোপ ফুটবল ক্রীড়াসূচিতে। লাতিন আমেরিকার জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা ‘কোপা’ ও বিশ্ববন্দিত ইউরো কাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট ফুটবল সংস্থা। উয়েফা চেয়ারম্যান কার্ল-এরিক নীলসন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ইউরো কাপের সূচি এক বছর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। প্রতিযোগিতা হবে আগামী বছর জুন-জুলাইয়ে। ওই বছরই হবে কোপা আমেরিকাও, জানিয়ে দিয়েছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা। পিছিয়ে যেতে পারে ফিফা আয়োজিত ক্লাপ ওয়ার্ল্ড কাপও। করোনা আবহে আগামী বছর চিনে আদৌ এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে কিনা, তা নিয়ে সন্দিহান বিশ্ব ফুটবল সংস্থা।
পড়ুন : করোনা ভাইরাস পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, তবে নির্ধারিত সময়েই হবে টি-২০ বিশ্বকাপ, জানাল আইসিসি
অন্যদিকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এখনও পর্যন্ত অপরিবর্তিত অলিম্পিক সূচি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে জুলাইয়ের ২৪ তারিখেই শুরু হবে বিশ্বের সবথেকে বড় স্পোর্টস ইভেন্ট। চলবে ৯ আগস্ট পর্যন্ত। জাপানের টোকিওতে অনুষ্ঠিত হতে চলা অলিম্পিক নিয়ে এখনও পর্যন্ত কোনও রদবদলের কথা জানায়নি আইওসি।
পড়ুন : করোনা ভাইরাসের জের, পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেন
বিবৃতিতে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে, “টোকিও অলিম্পিক আয়োজনে আইওসি বদ্ধপরিকর। যেহেতু অলিম্পিক শুরু হতে চার মাস বাকি, তাই এখনই বড়রকমের কোনও পরিবর্তনের প্রয়োজন নেই।”