FIFA World Cup 2022: জল্পনা সত্যি করে এগিয়ে এল কাতার বিশ্বকাপ, কবে থেকে শুরু টুর্নামেন্ট?
FIFA WC 2022: ২০ তারিখ গ্রুপ 'এ'-তে থাকা কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এই একটিমাত্র ম্যাচই খেলা হবে।
জুরিখ: জল্পনা ছিলই, সেই জল্পনাই সত্যি হল। নির্ধারিত সময়ের আগেই বসতে চলেছে আসন্ন কাতার বিশ্বকাপের আসর (Qatar World Cup 2022)। বদল হয়েছে ম্যাচ সূচিতেও। আগে সেনেগাল বনাম নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও, তার পরিবর্তে আয়োজক কাতারই প্রথম ম্যাচে খেলবে।
বজায় থাকল রীতি
২১ নভেম্বর বিশ্বকাপ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তাতে প্রথম ম্যাচে আয়োজক দেশ কাতার মাঠে নামতো না। টুর্নামেন্টের সাম্প্রতিক সময়ের রীতি বজায় রেখে তাই কাতারকে প্রথম ম্যাচ খেলানোর বিষয়ে জল্পনা কল্পনা চলছিলই। তবে বিশ্বকাপের দিনক্ষণ সরকারিভাবে এগিয়ে আনার জন্য ফিফা কাউন্সিলের তরফে এই বিষয়ে সম্মতি দেওয়ার প্রয়োজন। সেই কাউন্সিলে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশাপাশি সমস্ত মহাদেশীয় সংস্থার প্রধানরাও রয়েছেন। অবশেষে অনুমতি মিলল। ফিফা কাউন্সিল এবং সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার পরে ২১ নভেম্বরের বদলে রবিবার ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ।
ফিফার (FIFA) তরফে সরকারিভাবে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। ২০ তারিখ সেনেগাল ও নেদারল্যান্ডসের সঙ্গে গ্রুপ 'এ'-তেই থাকা কাতার এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এই একটিমাত্র ম্যাচই খেলা হবে। এর ফলে বিগত চার বিশ্বকাপ ধরে আয়োজক দেশের প্রথম ম্যাচ খেলার রীতি অব্যাহত রইল। নতুন সূচিতে বদল হয়েছে সেনেগাল-নেদারল্যান্ডস ম্যাচের সময়ও। পূর্বনির্ধারিত সময়ের ছয় ঘণ্টা পরে এই ম্যাচ শুরু হবে।
আগের টিকিটেই ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা?
তবে ম্যাচের দিনক্ষণ বদলানোয় কি বদলানোয় আগে যারা টিকিট কেটেছিলেন সেই সমর্থকরা কি সেই ম্যাচ দেখতে পারবেন না? এই বিষয়ে ফিফা তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যে সমস্ত টিকিট হোল্ডারদের ই-মেলের মাধ্যমে পরিবর্তিত ম্যাচের দিনক্ষণ জানিয়ে দেওয়া। কোনও সমস্যা হলে ফিফা প্রতিটি টিকিট হোল্ডারদেরই এক একজনের সমস্যা মেটাবে। আর দিনক্ষণ পরিবর্তন হলেও, তাতে তাদের টিকিটের উপর কোনও প্রভাব পড়বে। তারা যে ম্যাচ দেখার জন্য টিকিট কেটেছিলেন, সেই টিকিট দিনক্ষণ বদলালেও সেই ম্যাচ তারা দেখতে পারবেন।
এ বারের বিশ্বকাপ আবার ক্লাব মরসুমের মাঝপথে অনুষ্ঠিত হচ্ছে, তাই খেলোয়াড়দের ক্লাবগুলি কবে ছাড়বে, সেই বিষয়েও নির্দেশিকা আগে থেকেই দেওয়া রয়েছে। বিশ্বকাপ একদিন এগোলেও কিন্তু ক্লাবেদের তাদের খেলোয়াড়দের আগে ছাড়তে হবে না। নির্ধারিত ১৪ নভেম্বরেই তারা তাদের খেলোয়াড়দের দেশের হয়ে খেলার জন্য ছেড়ে দিলেই হবে।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ দুই পাকিস্তানি বক্সার