FIFA rankings: ফিফা ক্রমতালিকায় ফের প্রথম একশোয় ঢুকে পড়ল ভারত
FIFA rankings 2023: ফিফা ক্রমতালিকায় শুধু নয়, এশিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ এএফসি-র ক্রমতালিকায়ও ১৮ নম্বরে উঠে এসেছে ভারত।
জুরিখ: ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার। ফের ফিফা (Fifa Ranking) ক্রমতালিকায় প্রথম একশোয় ঢুকে পড়ল ভারতীয় দল। কিছুদিন আগে শেষ হওয়া ইন্টারকন্টিনেন্টাল কাপে (Intercontinental Cup) ফাইনালে লেবাননকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সুনীল ছেত্রীর (Sunil Chetri) দল। চলতি সাফ চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত পারফর্ম করেছে ভারত। গোটা জুন মাসে মোট ৭ ম্যাচে খেলে তার মধ্যে ৫টি ম্যাচে জিতেছে ভারত। ২টো ম্যাচে হেরেছে। সদ প্রকাশিত হওয়া ফিফা ক্রমতালিকায় ভারত ১০০ নম্বরে রয়েছে এই মুহূর্তে। গত ৫ বছরে এটাই ভারতের ফিফা ক্রমতালিকায় সেরা সাফল্য। ২০১৮ সালে একবার ৯৯ নম্বরে উঠে এসেছিল ভারত। ফের একবার প্রথম একশোয় জায়গা করে নিল ভারত।
এশিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ এএফসি-র ক্রমতালিকায়ও ১৮ নম্বরে উঠে এসেছে ভারত। আগামী ১ জুলাই লেবাননের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিতে খেলতে নামছে ভারত। তাঁর আগে এইভাবে ক্রমতালিতায় উন্নতি আত্মবিশ্বাস বাড়াবে ভারতের। দলের কোচ ইগর স্তিমাচ বলেন, ''ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের উন্নতি হয়েছে এটা জানতে পেরে আমি খুশি হয়েছি। আমাদের আগামী কয়েকটি ম্যাচে ভালো পারফর্ম করে এই স্থানে উন্নতি করার চেষ্টা করতে হবে।''
উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছিল ভারত ও কুয়েত দুই দলই। আপাত অর্থে তাই মঙ্গলবার (২৭ জুন) কান্তিরাভা স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচেই মুখোমুখি হয়েছিল ভারত ও কুয়েত। কিন্তু সেই ম্যাচেরই শেষের দিকে দৃষ্টিকটু ঘটনার সাক্ষী হয়ে থাকলেন সমর্থকরা। ম্যাচের শেষ মুহূর্তে ঝামেলায় জড়িয়ে পড়লেন দুই দলের তারকারা। লাল কার্ড দেখলেন তিন তিনজন।
ম্যাচে ঝামেলা
ঘটনার সূত্রপাত ম্যাচের ৬৪ মিনিটে। ভারতীয় কোচ ইগর স্টিমাচ খেলায় বিঘ্ন ঘটিয়ে বল হাতে তুলে নেওয়ায় হলুদ কার্ড দেখেন। শেষ ১০ মিনিটে ভারতীয় দল ১-০ লিড বাঁচানোর লক্ষ্যে মরিয়া হয়ে ডিফেন্ড করছিল। সেইসময়ই টাইচলাইনে অত্যাধিক আগ্রাসনের জন্য লাল কার্ড দেখেন ভারতীয় কোচ স্টিমাচ। ভারতীয় দলের তারকা ফুটবলার রহিম আলি মেজাজ হারিয়ে কুয়েতের আল খালাফকে ধাক্কা দেওয়ায় লাল কার্ড দেখেন। আল খালাফ সাহাল আব্দুল সামাদকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলার চেষ্টায় করাতেই জবাবে রহিম আলি তাঁকে ধাক্কা দেন। শেষমেশ রহিম ও আল খালাফি, দুইজনকেই লাল কার্ড দেখান রেফারি।