![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
FIFA WC 2022: চোটের কারণেই কি বিশ্বকাপে এখনও গোল করতে ব্যর্থ কেন? কী বললেন ইংল্যান্ড অধিনায়ক?
Harry Kane Update: ইরানের বিরুদ্ধে ইংল্যান্ডের বিশ্বকাপের প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধেই চোট পেয়েছিলেন কেন। সেনেগাল ম্যাচের আগেও কেনের ফিটনেস নিয়েই খানিকটা চিন্তিত ইংরেজ ভক্তরা।
![FIFA WC 2022: চোটের কারণেই কি বিশ্বকাপে এখনও গোল করতে ব্যর্থ কেন? কী বললেন ইংল্যান্ড অধিনায়ক? FIFA WC 2022: Harry Kane provides his foot injury update ahead of round of 16 match vs Senegal FIFA WC 2022: চোটের কারণেই কি বিশ্বকাপে এখনও গোল করতে ব্যর্থ কেন? কী বললেন ইংল্যান্ড অধিনায়ক?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/04/98f5472d0adf5852fb9db23b720782011670160340679507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: চলতি বিশ্বকাপে (FIFA WC 2022) আজ, রবিবার, ৪ ডিসেম্বর নিজেদের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে সেনেগালের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড (England vs Senegal)। বিশ্বকাপ তো দূর, একে অপরের বিরুদ্ধে এর আগে কোনওদিনই কোনও ম্যাচই খেলেনি ইংল্যান্ড ও সেনেগাল। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্থান পাকা করার হাতছানি দুই দলের সামনে। সেনেগালের হয়ে নজর থাকবে দলের তারকা ডিফেন্ডার কালিদও কুলিবালির ওপর। অপরদিকে, তাঁর বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে গোল করার গুরুদায়িত্ব রয়েছে হ্যারি কেনের (Harry Kane) কাঁধে।
প্রথম ম্যাচে চোট
এই বিশ্বকাপে অপরাজিত থেকেই নক আউটে নিজেদের স্থান পাকা করেছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ড সাফল্য পেলেও, দলের তারকা স্ট্রাইকার তথা অধিনায়ক হ্যারি কেন কিন্তু এখনও গোলের দেখা পাননি। অনেকেই মনে করছেন হ্যারি কেন সম্পূর্ণ ম্যাচ ফিট নন এবং সেই কারণেই তিনি বিশ্বকাপে নিজের সেরাটা দিতে পারছেন না। ইরানের বিরুদ্ধে ইংল্যান্ডের বিশ্বকাপের প্রথম ম্যাচের দ্বিতীয়ার্ধেই চোট পেয়েছিলেন কেন। সেনেগাল ম্যাচের আগেও কেনের ফিটনেস নিয়েই খানিকটা চিন্তিত ইংরেজ ভক্তরা। তবে অনুরাগীদের অভয় দিলেন তারকা স্ট্রাইকার।
অনুরাগীদের অভয়
ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, 'আমি সম্পূর্ণ ম্যাচ ফিট এবং আমার মনে হয় আমি ভালই খেলছি। জানি আমার পারফরম্যান্স সিংহভাগ সময়ই আমি কয়টা গোল করলাম তার নিরিখেই করা হবে। তবে মানসিকভাবে আমি বরাবরই চাপমুক্ত ও শান্ত থাকি এবং দল যাতে জিততে পারে, তার জন্য যা প্রয়োজন, ঠিক সেটাই করার চেষ্টা করি। আশা করছি কাল আমি গোল পারব।'
এই বিষয়ে আরও বিস্তারিত ব্যাখা করে ২৯ বছর বয়সি তারকা বলেন, 'আমার পায়ের পাতায় তেমন কোনও সমস্যা নেই এবং দিন দিন পরিস্থিতি আরও উন্নত হচ্ছে। আমি যদি বিশ্বকাপে ইতিমধ্যেই দুই তিন গোল করতে পারতাম, তাহলে তো বেশ ভালই লাগত। তবে আমাদের জন্য দলগতভাবে গ্রুপ পর্বটা বেশ ভালই কেটেছে। খুব একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি। ম্যাচগুলিতে শারীরিকভাবে খুব বেশি লড়াই করতে হয়নি। প্রিমিয়ার লিগের মরসুমের মাঝে বিশ্বকাপ চললেও এবং এর জন্য আমি সম্পূর্ণ ফিট এবং প্রস্তুত।'
আরও পড়ুন: বিশ্বকাপের নক আউটে ইউরোপের দলই বরাবরের কাঁটা আর্জেন্তিনার, কী বলছে রেকর্ডবুক?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)