FIFA WC 2026 Qualification: নির্ধারিত হল বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ? কাদের বিরুদ্ধে খেলবে ভারত?
Indian Football Team: বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের (FIFA WC 2026 Qualification) দ্বিতীয় রাউন্ডের জন্য গ্রুপ নির্ধারিত হয়ে গেল। গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত।
নয়াদিল্লি: ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের (FIFA WC 2026 Qualification) দ্বিতীয় রাউন্ডের জন্য গ্রুপ নির্ধারিত হয়ে গেল। ভারতীয় ফুটবল দল (Indian Football Team) গ্রুপ 'এ'-তে জায়গা পেল। এই গ্রুপে ভারতকে বেশ কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। গত বিশ্বকাপের আয়োজক দেশ কাতার, কুয়েত এবং আফগানিস্তান-মঙ্গোলিয়া ম্যাচের জয়ী দল ভারতের সঙ্গে এই গ্রুপে রয়েছে। আজই মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি প্রধান কার্যালয়ে এই ড্র আয়োজিত হয়।
তবে ভারতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স কিন্তু এই দলগুলির বিরুদ্ধে বেশ ভাল। কুয়েতকে হারিয়েই ব্লু টাইগার্সরা সদ্যই সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধেও নিজেদের শেষ ম্যাচে ড্র করেছিল। ইগর স্টিমাচের দল এ বছরের শেষের দিকেই বিশ্বকাপের যোগ্যতার্জন পর্বের খেলা শরু করবে। তা চলবে ২০২৪ সাল পর্যন্ত।
ꜰɪꜰᴀ ᴡᴏʀʟᴅ ᴄᴜᴘ 2026 ᴘʀᴇʟɪᴍɪɴᴀʀʏ ᴊᴏɪɴᴛ Qᴜᴀʟɪꜰɪᴄᴀᴛɪᴏɴ ʀᴏᴜɴᴅ 2 🤩👏🏽
— Indian Football Team (@IndianFootball) July 27, 2023
ɢʀᴏᴜᴘ ᴀ
🇶🇦
🇮🇳
🇰🇼
🇦🇫 / 🇲🇳#FIFAWorldCup 🏆 #AsianCup2027 🏆 #IndianFootball ⚽️ pic.twitter.com/s2uCuzVI5j
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: শীঘ্রই অবসর নিচ্ছেন জকোভিচ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় নোভাকের বাবার