এক্সপ্লোর
Advertisement
আসাদ শফিকের শতরান, ব্রিসবেনে লড়ছে পাকিস্তান
ব্রিসবেন: গাব্বায় দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার বাঁচানোর জন্য লড়াই করছে পাকিস্তান। ৪৯০ রান তাড়া করতে নেমে আসাদ শফিকের শতরানের সুবাদে চতুর্থ দিনের শেষে পাকিস্তানের রান ৮ উইকেটে ৩৮২। জয়ের জন্য এখনও দরকার ১০৮ রান। হাতে মাত্র ২ উইকেট। ফলে শেষ দিন ব্যাটে-বলে জমজমাট লড়াই দেখার জন্য তৈরি হচ্ছে গাব্বা।
এই দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে স্টিভ স্মিথ (১৩০) ও পিটার হ্যান্ডসকম্বের (১০৫) শতরানের সুবাদে ৪২৯ রান করে অস্ট্রেলিয়া। মহম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ চারটি করে উইকেট নেন। পাকিস্তান অবশ্য ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। মিসবা উল হকের দলের প্রথম ইনিংস শেষ হয় ১৪২ রানে। অস্ট্রেলিয়া ৫ উইকেটে ২০২ রান করে দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন আজহার আলি (৭১), অধিনায়ক মিসবা (৬৫) ও আমির (৪৮)। চতুর্থ দিনের শেষে শফিকের সঙ্গে ক্রিজে আছেন ইয়াসির শাহ (৪)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
বাংলাদেশ
জেলার
Advertisement