এই রেকর্ডের পাশাপাশি আরও একটি ঘটনা ঘটেছে যা আইপিএলের ইতিহাসে ডিভিলিয়ার্সের সঙ্গে এর আগে হয়নি। এর আগে যতবারই তিনি ৬৬ রানের বেশি ইনিংস খেলেছেন, ততবারই জিতেছে তাঁর দল। সেই ধারায় ছেদ পড়ল পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে। তাঁর অপরাজিত ৮৯ রানের ইনিংস সত্ত্বেও জিততে পারল না আরসিবি।
2/5
এক্ষেত্রে বিরাট কোহলিকেও পিছনে ফেলেছেন এবি। কোহলি তিন নম্বরে ব্যাটিং করে ১৩ টি হাফসেঞ্চুরি করেছেন।
3/5
গতকালের ইনিংসে নতুন একটি রেকর্ড গড়লেন ডিভিলিয়ার্স। আইপিএলে তিন নম্বরে নেমে সবচেয়ে বেশি অর্ধশতরানকারী দ্বিতীয় ব্যাটসম্যান হলেন তিনি। তিন নম্বরে ব্যাটিং করে ডিভিলিয়ার্স আইপিএলে এখনও পর্যন্ত ১৪ টি হাফসেঞ্চুরি করেছেন।
4/5
চোট কাটিয়ে দলে ফিরেই এবি ডিভিলিয়ার্স দেখিয়ে দিলেন, কেন তিনি টি-২০ ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কামব্যাক ম্যাচে এবি ৪৬ বলে ৮৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল ৯ ছক্কা ও ৩ টি বাউন্ডারি। তাঁর ইনিংসের সৌজন্যেই প্রাথমিক ধাক্কা সামলে লড়াই করার মতো স্কোর করতে পেরেছিল আরসিবি।