এক্সপ্লোর
আইপিএলের ইতিহাসে ডিভিলিয়ার্সের সঙ্গে এমনটা আর কখনওই হয়নি!
1/5

এই রেকর্ডের পাশাপাশি আরও একটি ঘটনা ঘটেছে যা আইপিএলের ইতিহাসে ডিভিলিয়ার্সের সঙ্গে এর আগে হয়নি। এর আগে যতবারই তিনি ৬৬ রানের বেশি ইনিংস খেলেছেন, ততবারই জিতেছে তাঁর দল। সেই ধারায় ছেদ পড়ল পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে। তাঁর অপরাজিত ৮৯ রানের ইনিংস সত্ত্বেও জিততে পারল না আরসিবি।
2/5

এক্ষেত্রে বিরাট কোহলিকেও পিছনে ফেলেছেন এবি। কোহলি তিন নম্বরে ব্যাটিং করে ১৩ টি হাফসেঞ্চুরি করেছেন।
Published at : 11 Apr 2017 02:22 PM (IST)
View More






















