East Bengal: আরও এক মরশুমের জন্য তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি, বড় খবর দিল ইস্টবেঙ্গল
Cleiton Silva: গত মরশুমে সুপার কাজ জেতে ইস্টবেঙ্গল। সেই টুর্নামেন্টে লাল-হলুদ শিবিরের সর্বোচ্চ স্কোরার ছিলেন ক্লেটন সিলভাই।
কলকাতা: তিনি গত মরশুমে ইস্টবেঙ্গলের (Emami East Bengal) অধিনায়ক ছিলেন। ভালবেসে সমর্থকেরা নাম দিয়েছিল, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকো। সেই ক্লেটন সিলভা (Cleiton Silva) ফের এক মরশুম খেলবেন ইস্টবেঙ্গলের হয়েই। তাঁর সঙ্গে আরও এক মরশুমের জন্য চুক্তি করল লাল-হলুদ শিবির।
গত মরশুমে সুপার কাজ জেতে ইস্টবেঙ্গল। সেই টুর্নামেন্টে লাল-হলুদ শিবিরের সর্বোচ্চ স্কোরার ছিলেন ক্লেটনই।
𝗖𝗮𝗹𝗺 • 𝗖𝗼𝗺𝗽𝗲𝘁𝗶𝘁𝗼𝗿 • 𝗖𝗵𝗮𝗺𝗽𝗶𝗼𝗻
— East Bengal FC (@eastbengal_fc) June 20, 2024
Our ©️𝗮𝗽🔟 is here to stay! ❤💛#JoyEastBengal #Cleiton2025 pic.twitter.com/o5rcuAm9ak
আগামী মরশুমের আগে আক্রমণভাগকে আরও ধারাল করতে উঠে পড়ে লেগেছে ইস্টবেঙ্গল। গত মরশুমে কেরল ব্লাস্টার্সের হয়ে আইএসএলে দুরন্ত ছন্দে থাকা ও টুর্নামেন্টের যুগ্ম সর্বাধিক গোলদাতা দিমিত্রি দিয়ামান্তাকোসকে (Dimitri Diamantakos) সই করিয়ে দলবদলের বাজারে বড় চমক দিয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal)। ডুরান্ড কাপের (Durand Cup) সর্বোচ্চ গোলদাতা ডেভিডকেও সই করিয়েছে লাল-হলুদ শিবির। এবার আক্রমণভাগকে আরও শক্তিশালী করে ক্লেটন সিলভার সঙ্গে আরও এক বছরের চুক্তি সেরে ফেলল ইস্টবেঙ্গল। গত মরশুমে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দিয়েছিলেন ক্লেটন। কলিঙ্গ সুপার কাপে সর্বাধিক গোলদাতাও হয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই সেই টুর্নামেন্টে জিতেছিল ইস্টবেঙ্গল। বহুদিন পরে জাতীয় স্তরে একটি টুর্নামেন্ট জিতেছিল লাল-হলুদ শিবির।
দু'বছর আগে, ২০২২ সালে বেঙ্গালুরু এফসি ছেড়ে ইস্টবেঙ্গল এফসি-তে যোগ দিয়েছিলেন ক্লেটন। সব টুর্নামেন্ট মিলিয়ে লাল-হলুদ জার্সিতে মোট ৫৫টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৭টি গোল। পাশাপাশি ৮টি গোলে সহায়তাও করেছিলেন। ৮টি ম্যাচে জোড়া গোল রয়েছে ক্লেটনের। ২০২২-২৩ মরশুমে আইএসএলে যুগ্মভাবে সর্বাধিক গোলদাতাও হয়েছিলেন ক্লেটন।
ক্লেটন গত মরশুমে ইস্টবেঙ্গলের সর্বাধিক গোলদাতা ছিলেন। ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত তাঁকে ফের এক মরশুমের জন্য পেয়ে উচ্ছ্বসিত। বলেছেন, 'গত দুই মরশুম ধরে ক্লেটন আমাদের দলের সর্বাধিক গোলদাতা। দলকে দারুণ নেতৃত্ব দিয়েছে। উদাহরণ তৈরি করেছে। ওর গোলে আমরা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছি। সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ওর গোল অবিস্মরণীয় হয়ে রয়েছে। ওর জন্যই ১২ বছরের ট্রফির খরা কাটিয়ে উঠেছিল।'
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে প্রথম মরশুমে ২৫ ম্যাচে ১৪টি গোল করেছিলেন ক্লেটন। ৪টি গোলে সহায়তা করেছিলেন। গত মরশুমে একই ধারাবাহিকতা অব্যাহত রেখে ১৩টি গোল করেছিলেন ক্লেটন। ৪টি গোলে সহায়তা করেছিলেন।
আরও পড়ুন: রহস্যজনক মৃত্যু প্রাক্তন তারকার, শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।