Argentina vs Canada: বড় চোট থেকে রক্ষা মেসির, কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা অভিযান শুরু আর্জেন্তিনার
Copa America 2024: মেসি নিজে গোল পাননি। গোল করার মতো জায়গায় এসেও অল্পের জন্য প্রতিহত হন। তবে গোলের বল সাজিয়ে দিয়েছেন। আর্জেন্তিনার হয়ে গোলদুটি করেন হুলিয়ান আলভারেজ় ও লউতারো মার্তিনেজ়।
আতলান্তা: রাত জেগে ইউরো কাপে (Euro Cup) স্পেন বনাম ইতালি মারমার কাটকাট লড়াই। ভোর রাতে আবার কোপা আমেরিকায় (Copa America) লিওনেল মেসির (Lionel Messi) ম্যাজিকের অপেক্ষা। ফুটবলপ্রেমীদের জন্য যেন সোনায় সোহাগা।
কোপা আমেরিকার প্রথম ম্যাচেই অবশ্য আতঙ্কিত হয়ে পড়েছিলেন আর্জেন্তিনা তথা মেসির ভক্তরা। কারণ, প্রতিপক্ষের কড়া ট্যাকলে গুরুতর চোট পেয়েছিলেন মেসি। খেলা থামিয়ে মাঠে ট্রেনারকে দিয়ে শুশ্রূষা নিতে হয়। পরে মাঠ ছেড়ে বেরিয়েও যান মেসি। তবে গোটা বিশ্বের অসংখ্য ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে মাঠে ফেরেন মেসি। চোট লাগলেও, তাঁকে নিয়ে দুশ্চিন্তা নেই বলেই জানা গিয়েছে।
কানাডাকে ২-০ গোলে হারিয়ে কোপা আমেরিকায় অভিযান শুরু করল মেসির আর্জেন্তিনা। মেসি নিজে গোল পাননি। গোল করার মতো জায়গায় এসেও অল্পের জন্য প্রতিহত হন। তবে গোলের বল সাজিয়ে দিয়েছেন। আর্জেন্তিনার হয়ে গোলদুটি করেন হুলিয়ান আলভারেজ় ও লউতারো মার্তিনেজ়।
ম্যাচে অবশ্য আর্জেন্তিনাকে বেশ চাপে রেখেছিল কানাডা। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল তারা। তবে ফের দুর্ভেদ্য হয়ে ওঠেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ়। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জেতা গোলকিপার ভারতীয় সময় শুক্রবার ভোরের ম্যাচেও দলের ভরসা হয়ে ওঠেন। বেশ কয়েকটি দুরন্ত সেভ করেন তিনি।
ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য মেসি ম্যাজিক। তাঁর বাড়িয়ে দেওয়া থ্রু ধরে গোল করার মতো পরিস্থিতিতে চলে এসেছিলেন ম্যাক অ্যালিস্টার। তবে বিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে ছিটকে পড়েন তিনি। সেই থ্রু পাস থেকে ডান পায়ের জোরাল শটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ।
🏆 #CopaAmérica
— 🇦🇷 Selección Argentina ⭐⭐⭐ (@Argentina) June 21, 2024
🎥 Julián Álvarez rompiendo la paridad en Atlanta 👇pic.twitter.com/DbV9dtWGOO
ম্যাচের ৮৮ মিনিটে দ্বিতীয় গোল আর্জেন্তিনার। এবারও গোলের বল সাজিয়ে দেন মেসিই। গোটা ম্যাচে যিনি দুরন্ত ছন্দে ছিলেন। শুধু গোলটাই পাননি। অন্তত দুবার একক দক্ষতায় গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। একবার প্রতিপক্ষ গোলকিপার ও বিপক্ষ ডিফেন্ডারকে মাটিতে ফেলেও গোল পাননি। মাথায় করে বল বাঁচান কানাডার ফুটবলার। যা দেখে বিশ্বাস করতে পারেননি স্বয়ং মেসিই।
সব মিলিয়ে গতবারের চ্যাম্পিয়নরা বড় ব্যবধানে ম্যাচ জিতে খেতাব রক্ষার অভিযান শুরু করল।
আরও পড়ুন: জিতেও প্রতিপক্ষকে সম্মান, জার্মানিতে ফুটবল উন্মাদনার বিরল ছবি দেখে মুগ্ধ বঙ্গসন্তান
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।