East Bengal FC: এক জয়েই ঘুরে দাঁড়াবে দল, জামশেদপুর ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ
East Bengal FC Interim Coach Bino George: অনেক অঙ্ক কষে নতুন মরশুমের দল গড়েছিল ইস্টবেঙ্গল এফসি। তবে চলতি আইএসএলে প্রথম তিন ম্যাচে পরপর পরাজয় হজম করতে হয়েছে লাল-হলুদ বাহিনিকে।
কলকাতা: অনেক অঙ্ক কষে নতুন মরশুমের দল গড়েছিল ইস্টবেঙ্গল এফসি। তবে চলতি আইএসএলে প্রথম তিন ম্যাচে পরপর পরাজয় হজম করতে হয়েছে লাল-হলুদ বাহিনিকে। তারই মধ্যে কোচ কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে ক্লাবের। বেশ ডামাডোল লাল-হলুদ শিবিরের অন্দরে।
এখান থেকেও ঘুরে দাঁড়ানো সম্ভব, মনে করছেন বিনো জর্জ। আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ বিনো। জানিয়ে দিলেন, জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচেই (East Bengal FC vs Jamshedpur FC) ঘুরে দাঁড়াবে দল।
চলতি ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি ইস্টবেঙ্গল এফসি। পরের ম্য়াচে তাদের সামনে জামশেদপুর এফসি। প্রথম তিন ম্যাচে হারের হ্যাটট্রিকের পর লাল-হলুদ ব্রিগেডের সম্মান পুনরুদ্ধারে মরিয়া কোচ বিনো জর্জ।
জামশেদপুর যাওয়ার আগে ইস্টবেঙ্গলের অন্তর্বর্তীকালীন কোচ বিনো জর্জের গলায় বেশ আত্মবিশ্বাসের সুর। তিনি বলেছেন, 'এই দলের প্রত্যেক ফুটবলার এবং ওদের দক্ষতার উপর আমার ভরসা আছে। জেতার জন্য ফুটবলাররা সকলে আপ্রাণ চেষ্টা করছে। হয়তো গত তিন ম্য়াচ আমরা জিততে পারিনি। বেশ কয়েকটা ভুল করেছি। তবে আমি নিশ্চিত, এরা দুরন্তভাবে ঘুরে দাঁড়াতে পারবে। এটাই ইস্টবেঙ্গল। দলের ফুটবলাররা নিজেদের দায়িত্বটা খুব ভাল করে বোঝে।'
পরপর তিন হারের পর দলকে উজ্জীবিত করবেন কীভাবে? বিনো বলছেন, 'গত দেড় বছরে কোচ কার্লেস কুয়াদ্রাতই দলের ভিত তৈরি করে দিয়ে গিয়েছে। সেটাকে সম্মান করি। আইএসএলে একটা জয়েই দল আবার ছন্দে ফিরে আসবে। আমার কাজ দলকে উদ্বুদ্ধ করা। যাতে সকলের সেরাটা বেরিয়ে আসে।'
আইএসএলে হারের হ্যাটট্রিকের পর ইস্টবেঙ্গলের দায়িত্ব ছেড়েছেন কার্লেস কুয়াদ্রাত। সেই জায়গায় আপাতত বিনো জর্জের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে ম্যানেজমেন্ট। নতুন দায়িত্ব প্রসঙ্গে বিনো বলেছেন, 'দলের ভিতটা কার্লেস কুয়াদ্রাতই গড়ে দিয়ে গিয়েছেন। সে কারণে আমি ওঁকে সম্মান জানাই। এই দলে গত দেড় মরশুমে ওঁর অবদান অনস্বীকার্য। এবারের আইএসএলে একটা ম্য়াচ জিততে পারলেই আমরা ছন্দে ফিরতে পারব। আমার কাজ, দলের ছেলেদের উৎসাহ দেওয়া।'
আরও পড়ুন: পরের ওয়ান ডে বিশ্বকাপেও অধিনায়ক থাকছেন? রোহিতকে দেখেই আব্দার জনতার, দেখুন ভিডিও