(Source: ECI/ABP News/ABP Majha)
East Bengal vs Shillong Lajong: শেষ সাক্ষাতে শিলং লাজংকে ৫ গোলের মালা পরিয়েছিল ইস্টবেঙ্গল, রেকর্ডবুকে পাল্লা ভারি কাদের?
Durand Cup 2024: গোল পার্থক্যে এগিয়ে থাকায় মোহনবাগান শীর্ষস্থান পায়। ইস্টবেঙ্গল পায় দুই নম্বর স্থান। যে কারণে গ্রুপ এফ থেকে শীর্ষস্থান পাওয়া শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ পড়েছে ইস্টবেঙ্গলের।
শিলং: আর জি কর কাণ্ডের জেরে উত্তাল গোটা রাজ্য, দেশ, দেশের সীমানা ছাড়িয়ে ভিনদেশেও চলছে প্রতিবাদ কর্মসূচি। যার জেরে পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না, এই অজুহাতে সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে ডুরান্ড কাপের (Durand Cup 2024) গ্রুপ পর্বের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। সেই ম্যাচের পয়েন্ট ভাগাভাগি হয়ে গিয়েছিল। তাতে অবশ্য মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল - দুই দলেরই কোয়ার্টার ফাইনালে ওঠা আটকায়নি।
যদিও গোটা টুর্নামেন্টের কলকাতা পর্ব সরিয়ে নেওয়া হয়েছে। যে কারণে বুধবার ইস্টবেঙ্গলকে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে নামতে হচ্ছে শিলংয়েের মাটিতে। প্রতিপক্ষ, শিলং লাজং এফসি (East Bengal vs Shillong Lajong)। যারা ঘরের মাঠে ভীষণ শক্তিশালী। সেমিফাইনালে জায়গা পাওয়ার লক্ষ্যে মেঘালয়ের বুকে দ্বৈরথে নামছে দুই দল - ইস্টবেঙ্গল ও শিলং লাজং এফসি।
গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন দুই দলের লক্ষ লক্ষ সমর্থকেরা। কারণ, সেই ম্যাচে যারা জিতত, তারাই গ্রুপের শীর্ষ স্থান পেত। যদিও শেষ পর্যন্ত ম্যাচ না হওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। ৩ ম্যাচ খেলে দুই দলই ৭ পয়েন্ট করে পায়। তবু, গোল পার্থক্যে এগিয়ে থাকায় মোহনবাগান শীর্ষস্থান পায়। ইস্টবেঙ্গল পায় দুই নম্বর স্থান। যে কারণে গ্রুপ এফ থেকে শীর্ষস্থান পাওয়া শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ পড়েছে ইস্টবেঙ্গলের। শিলংও গ্রুপ পর্বে ৭ পয়েন্ট পায়। দুটি ম্যাচ জেতার পাশাপাশি একটি ম্যাচ ড্র করে তারা।
কী বলছে দুই দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাস? রেকর্ড বলছে, এখনও পর্যন্ত মোট ১৭ ম্যাচে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল ও শিলং লাজং এফ সি। তার মধ্যে ইস্টবেঙ্গল জিতেছে ৮টি ম্যাচ। ৪ ম্যাচে জিতেছে শিলং লাজং এফসি। ৫ ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
শেষ পাঁচ সাক্ষাতে অবশ্য ইস্টবেঙ্গলকে ৩ বার হারিয়েছে শিলং লাজং এফসি। ২ বার জিতেছে ইস্টবেঙ্গল। তবে লাল-হলুদ শিবিরের আত্মবিশ্বাস বাড়াবে শেষ সাক্ষাতের অভিজ্ঞতা। ২০১৯ সালে আই লিগে শিলং লাজং এফসি-কে ৫-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ৫ বছর পর কি ফের একই ফলের পুনরাবৃত্তি?
আরও পড়ুন: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা