Fifa World Cup: আজ কখন, কোথায় দেখবেন ইংল্য়ান্ড বনাম ইরান ম্যাচ?
Qatar World Cup 2022: তবে ইরান তাঁদের শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে। এক নজরে দেখে নেওয়া যার কখন, কোথায় দেখবেন ম্যাচটি।
![Fifa World Cup: আজ কখন, কোথায় দেখবেন ইংল্য়ান্ড বনাম ইরান ম্যাচ? England vs Iran FIFA World Cup 2022 LIVE Streaming: How to watch ENG vs IRA and football World Cup matches Fifa World Cup: আজ কখন, কোথায় দেখবেন ইংল্য়ান্ড বনাম ইরান ম্যাচ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/21/7f3db34f9a56acb3c1fd9a5574518d761669006066047206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: এর আগে কোনও ম্যাচে ইংল্য়ান্ড ও ইরান (England vs Iran) পরস্পর মুখোমুখি হয়নি। এবারই প্রথমবার মাঠে নামতে চলেছে ২ দল একে অপরের বিরুদ্ধে। শেষ ৫ ম্যাচের মধ্যে একটি ম্যাচও জিততে পারেনি থ্রি লায়ন্সরা। তবে ইরান তাঁদের শেষ ৫ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতেছে। এক নজরে দেখে নেওয়া যার কখন, কোথায় দেখবেন ম্যাচটি।
আজ, ২১ নভেম্বর, সোমবার ইংল্যান্ড বনাম ইরান ম্যাচটি আয়োজিত হবে।
কোথায় হবে খেলা?
এই ম্যাচটি আয়োজিত হবে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে
কখন শুরু ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৬.৩০-এ শুরু হবে খেলা।
কোথায় দেখা যাবে ইংল্যান্ড বনাম ইরান এই ম্যাচটি?
স্পোর্টস ১৮ নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচ
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে জিও সিনেমায় ইংল্যান্ড বনাম ইরান ম্যাচটি দেখা যাবে।
গতকালই ঢাকে কাঠি পড়ে গিয়েছে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022)। প্রথম ম্যাচে আয়োজক কাতারকে হারিয়ে বিশ্বকাপ (Qatar World Cup 2022) অভিযান শুরু করেছে ইকুয়েডর। আজ শক্তিশালী ইংল্যান্ড (England vs Iran) নামবে ইরানের বিরুদ্ধে। ম্য়াচে নজর থাকবে ২ তরুণের দিকে। একজন ফডেন ও দ্বিতীয় জন বুকায়ো সাকা। কিন্তু ২ জনই কি আদৌ একাদশে সুযোগ পাবেন? সেদিন থেকে অবশ্য পাল্লা ভারী সাকার। আর্সেনালের হয়ে খেলা ২১ বছরের এই তরুণ উইঙ্গারকে একাদশে রেখেই দল নামাতে পারেন গ্যারেথ সাউথগেট।
প্রথম ম্যাচে জয় ইকুয়েডরের
ম্যাচ শুরু হয়েছে আড়াই মিনিটও হয়নি। কিক অফের ২ মিনিট ৪২ সেকেন্ডের মাথায় গোল ইকুয়েডরের। কাতার শিবিরে অন্ধকার নামিয়ে। রেফারি দৌড়লেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভার প্রযুক্তির সাহায্য নিতে। ভার-এর সাহায্যে দেখা গেল, গোলটি অফসাইড। বাতিল করলেন রেফারি। ফের গ্যালারিতে বাঁধভাঙা উচ্ছ্বাস। ঘরের দলের জন্য গর্জন আরও যেন জোরাল হল।
যদিও সেই ছবি স্থায়ী হয়নি। ম্যাচের ১৪ মিনিটের মাথায় ফের ধাক্কা কাতারকে। এবার সেন্টার লাইন থেকে এস্ত্রাদার উদ্দেশে বল বাড়ালেন কাইসেডো। সেই বল গেল ভ্যালেন্সিয়ার উদ্দেশে। বিদ্যুতের গতিতে বক্সে ঢুকছিলেন ভ্যালেন্সিয়া। সামনে তখন শুধু গোলকিপার। তিনি ফাউল করলেন। পেনাল্টি দিলেন রেফারি। গোল করে দলকে ১-০ এগিয়ে দিলেন ভ্যালেন্সিয়া।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)