Lionel Messi: জয়ের পর খোশমেজাজে মেসি-দি মারিয়ারা, ড্রেসিংরুমে প্রাণ ভরে নাচলেন
Football World Cup: স্বস্তি ফিরল আর্জেন্তিনা শিবিরে। মেক্সিকোকে হারিয়ে ড্রেসিংরুমে উৎসবে মাতলেন লিওনেল মেসি (Lionel Messi), অ্যাঙ্খেল দি'মারিয়া (Angel Di Maria), এনজো ফার্নান্দেজরা (Enzo Fernandez)।
![Lionel Messi: জয়ের পর খোশমেজাজে মেসি-দি মারিয়ারা, ড্রেসিংরুমে প্রাণ ভরে নাচলেন FIFA World Cup 2022: Lionel Messi along with team mates dance in the locker room to celebrate victory over mexico Lionel Messi: জয়ের পর খোশমেজাজে মেসি-দি মারিয়ারা, ড্রেসিংরুমে প্রাণ ভরে নাচলেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/27/8dd4ebd69973f9004e5bb06e757e82bc166954980464750_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: সৌদি আরবের কাছে পরাজয়ের পর প্রবল চাপে পড়ে গিয়েছিলেন তাঁরা। প্রশ্ন উঠে গিয়েছিল বিশ্বকাপে তাঁদের ভবিষ্যৎ নিয়েই। তবে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর দৌড়ে ভালমতোই ঢুকে পড়েছে আর্জেন্তিনা। গ্রুপ পর্বে শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালেই শেষ ষোলোয় পৌঁছে যাবে আর্জেন্তিনা।
আর সেই সঙ্গে স্বস্তি ফিরল আর্জেন্তিনা শিবিরে। মেক্সিকোকে হারিয়ে ড্রেসিংরুমে উৎসবে মাতলেন লিওনেল মেসি (Lionel Messi), অ্যাঙ্খেল দি'মারিয়া (Angel Di Maria), এনজো ফার্নান্দেজরা (Enzo Fernandez)। আর্জেন্তিনার বিভিন্ন সংবাদমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ম্যাচের পর ড্রেসিংরুমে ফিরে উৎসব করছেন আর্জেন্তিনার ফুটবলাররা। সকলে মিলে কোরাস গাইছেন। নাচছেন। জার্সি বদল করছিলেন মেসি, ফার্নান্দেজরা। খালি গায়েই তাঁরা গান গাইতে গাইতে নাচের তালে পা মেলালেন। ফুটবলারদের সঙ্গে নাচলেন কোচ লিওনেল স্কালোনিও।
সবচেয়ে খোশমেজাজে যেন ছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। তাঁকে দেখা গেল চেঞ্জরুমের মাঝের গোল টেবিলের ওপর উঠে নাচছেন। মেক্সিকোকে হারিয়ে উঠে আর্জেন্তিনার গোলকিপারের স্বীকারোক্তি, সৌদি আরবের কাছে ২ গোল হজম করে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে বিরাট ধাক্কা খেয়েছিল আর্জেন্তিনা। অপ্রত্যাশিত সেই ফল দেখে বিস্মিত হয়েছিল ফুটবল বিশ্ব। মেক্সিকোকে হারানোর পর এমিলিয়ানো মার্তিনেজের (Emiliano Martinez) স্বীকারোক্তি, 'এই তিনদিন অনেক কিছু ভোগ করতে হয়েছে। আমাকে পরাস্ত করে ওরা (সৌদি আরব) ২ গোল দিয়েছিল সেটা সত্যি আর সেই ধাক্কা কাটিয়ে উঠতে আমার মনোবিদের শরণাপন্ন হতে হয়েছিল।'
আর্সেনালের হয়ে ক্লাব ফুটবল খেলতেন মার্তিনেজ। ক্লাবের মনোবিদ ডেভিড প্রিস্টলির সঙ্গে এখনও ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সৌদির কাছে পরাজয়ের পর তাঁর সঙ্গেই বারবার কথা বলেছেন বলে জানিয়েছেন মার্তিনেজ। তাতেই তাঁর চাপ কেটেছে। মার্তিনেজ বলেছেন, 'আমি জানি যে, সাড়ে চার কোটি আর্জেন্তিনীয় আমাকে সমর্থন করছেন। আগের ম্যাচে হার তাঁদের দুঃখ দিয়েছে। তবে আজ আমরা দেখিয়ে দিলাম যে, এখানে লড়াই করতেই এসেছি।'
আর্জেন্তিনার ফুটবলাররা যে গান গাইছিলেন, তার পরতে পরতে ছিল আত্মবিশ্বাস। গানের একটি লাইনে বলা হয়েছে, 'আমরা এখন উত্তেজিত। আমরা তৃতীয়বার জিততে চাই। আমরা বিশ্বচ্যাম্পিয়ন হতে চাই'। আর একটি লাইনে রয়েছে, 'দিয়েগোকে আমরা দেখতে পাচ্ছি। স্বর্গ থেকে লিওনেলকে উৎসাহ দিচ্ছেন'। ট্রফি জিতলে প্রয়াত কিংবদন্তিকে উৎসর্গ করতে চান আর্জেন্তিনার ফুটবলাররা।
আরও পড়ুন: গোল করে মারাদোনাকে ছুঁলেন মেসি, স্বপ্ন বেঁচে রইল আর্জেন্তিনার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)